কলকাতা, ২৬ মে: ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় য়াস (Cyclone Yaas)৷ আর কিছুক্ষণের মধ্যেই ওড়িশার ভদ্রক জেলার ধামড়া এলাকায় আছড়ে পড়তে চলেছে সে৷ তবে আগেভাগেই দাপট শুরু হয়েছে৷ ভয়াবহ ঝড়ের সঙ্গে চলছে ভারী বর্ষণ৷ পরিস্থিতি সামাল দিতে সতর্ক রাজ্য প্রশাসন৷ একই অবস্থা পশ্চিমবঙ্গেরও৷ আম্ফানের মতো ভয়াবহতা নিয়ে আসছে না য়াস, আবহাওয়াবিদরা আশ্বাস দিলেও তাতে মুখ্যমন্ত্রীর দুশ্চিন্তা কিছুমাত্র কমেনি৷ নবান্নে বসেই ঝড়ের গতিবিধির উপরে নজর রেকে চলেছেন তিনি৷ উকূলবর্তী এলাকায় বাড়তি সতর্কতা জারি হয়েছে৷ ৩ লক্ষ বাসিন্দাকে সাইক্লোন সেন্টার নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে৷ বিপর্যয় এড়াতে বিদ্যুৎহীন করা হয়েছে গোটা ধর্মতলাকে৷ আরও পড়ুন-Cyclone Yaas: য়াসের গর্জন, প্রবল ঝড়ে জলমগ্ন সমুদ্র লাগোয়া ধামড়া (দেখুন ভিডিও)
এমনকী সকাল সাতটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে শহর কলকাতার সমস্ত উড়ালপুল৷ তবে কতক্ষণ তা বন্ধ থাকবে এখনও তেমনকিছু জানানো হয়নি৷ য়াসের প্রবাবে ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ করে দেওয়া ৯টি উড়ালপুল হল যথাক্রমে গার্ডেনরিচ উড়ালপুল, পার্ক স্ট্রিট উড়ালপুল, তারাতলা উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, এজেসি বোস রোড উড়ালপুল, মা উড়ালপুল, চিংড়িঘাটা উড়ালপুল, উল্টোডাঙা উড়ালপুল এবং লকগেট উড়ালপুল। মাত্র এক বছর আগের আম্ফানের ঘা এখনও দগদগে৷ সঙ্গে চলছে মহামারী৷ একটার পর একটা বিপর্যয়ে দিশেহারা রাজ্য৷ তাই এবার আর ঝুঁকি নিতে চাননি মুখ্যমন্ত্রী৷ আগেভাগেই বিপর্যয় মোকাবিলায় যাবতীয় বন্দোবস্ত সেরে ফেলেছেন৷