মেদিনীপুরের কেশিয়ারিতে ভোটকেন্দ্র থেকে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়ার কারণে ক্ষোভে ফেঁটে পড়লেরর অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। কার্যত রণংদেহি মেজাজে কেন্দ্রীয় বাহিনীদের জওয়ানদের ধমকালেন বিজেপি নেত্রী। তাঁর অভিযোগ, তৃণমূল এবং রাজ্য পুুলিশ এসে বিজেপির পোলিং এজেন্টদের বার করে দিচ্ছে। যদিও পরে আবার অগ্নিমিত্রা নিজেই এজেন্টকে নিয়ে এসে ভোট কেন্দ্রে বসিয়েছেন। অন্যদিকে তৃণমূল অগ্নিমিত্রার অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে।
বিজেপি প্রার্থীর বক্তব্য, তিনি অভিযোগ পেয়েই ভোটকেন্দ্রে চলে আসেন। এসে দেখেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাইরে দাঁড়িয়ে রয়েছেন অন্যদিকে রাজ্য পুলিশ বুথের ভেতরে রয়েছে। আর ভয় দেখিয়ে আমাদের পোলিং এজেন্টদের বাইরে বের করে দেয়। ভিডিওতে দেখা যাচ্ছে অগ্নিমিত্রা পাল কার্যত আঙুল উচিয়ে প্রশ্ন করেন, আপনারা বাইরে দাঁড়িয়ে কেন? পশ্চিমবঙ্গের পুলিশ ভেতরে কেন? আপনাদের সামনে একজন পোলিং এজেন্টকে বাইরে বের করে দেওয়া হল আপনারা কী করছেন?
#WATCH | Paschim Medinipur, West Bengal | BJP candidate from Medinipur Lok Sabha seat, Agnimitra Paul alleges that BJP polling agents are not being allowed inside polling booths in Keshiary as voting is underway in the parliamentary constituency
“Are you not seeing that our… pic.twitter.com/CREGf4awJa
— ANI (@ANI) May 25, 2024
শুধু মেদিনীপুর নয়, কাঁথি, তমলুক, ঘাটালসহ বিভিন্ন লোকসভা কেন্দ্রেই সকাল থেকে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘাটালে বিজেপি প্রার্থী হিরণকে নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে কেশপুর। বিশেষ করে বিজেপির প্রার্থীদের দেখে গো ব্যাক স্লোগান, পথ অবরোধ সহ একাধিক অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে।