Sukanta Majumdar (Photo Credit: ANI/X)

কলকাতা, ২৮ অগাস্ট: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বিজেপির (BJP) ধরনা (Dharna)। আগামী ৭ দিন ধরে চলবে এই ধরনা কার্যক্রম। বুধবার সংবাদমাধ্যমের সামনে এমনই জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar )। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ৭ দিনের এই ধরনা কর্মসূচি পালনের জন্য কলকাতা হাইকোর্টের তরফে বিজেপিকে অনুমতি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাজ্যে আইনের শাসন নেই, সংবিধান নেই বলে অভিযোগ করেন সুকান্ত।

পাশাপাশি সুকান্ত আরও বলেন, পুলিশ গুলি চালানো বন্ধ করতে পারে না অথচ বিজেপির মিছিল বন্ধ করতে যায়। বিজেপি নেতাদের পুলিশ গ্রেফতার করতে পারে কিন্তু অপরাধীকে নয়। প্রসঙ্গত বুধবার নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বিবাদ, ধস্তাধস্তি শুরু হয়। পুলিশকে দেখে ইট, ঢিল ছুঁড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। ফলে আন্দোলনকারীদের বাগে আনতে পুলিশ যেমন কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করে, তেমনি জল কামানও চালানো হয়।

আরও পড়ুন: Nabanna Abhijan: নবান্ন অভিযানে ধুন্ধুমার, আন্দোলনকারীদের সরাতে মুর্হুমুহু কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে পুলিশ

এসবের জেরে পুলিশের দুই আধিকারিক গুরুতর জখম হন। যা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

বৃহস্পতিবার থেকে যে ধরনা শুরু হবে, তা নিয়ে সুকান্ত মজুমদার কী বললেন শুনুন...