প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ডানলপে (Dunlop) এক আইনজীবীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাঁই একাধিক আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি। আর এই আগুনে ঝলসে গেল এক ব্যক্তি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, আহত ওই ব্যক্তি পুরোনো একটি মামলায় অভিযুক্ত। আর সেই মামলায় তাঁর বিরুদ্ধে লড়ছিলেন আইনজীবী বিক্রম সিং। সেই কারণেই বিক্রমকে খুন করার চেষ্টা করছিলেন খাজান সিং। যদিও তাঁর সঙ্গে আরও কেউ ছিল বলে অনুমান পুলিশের। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

এসি বিস্ফোরণে ঝলসে যায় খাজান সিংয়ের দেহ

জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধের দিকে বরানগর থানা এলাকার ডানলপ মোড়ে সোনালী মার্কেটের কাছে একটি আবাসনে ছিল ওই আইনজীবীর ফ্ল্যাটে জানলার কাঁচ ভেঙে আগুন লাগায় খাজান ও তাঁর দলবল। আর ওই জানলা লাগোয়া একটি এসি ছিল। সেই এসি বিস্ফোরণের জেরেই ঝলসে যায় অভিযুক্তের শরীর। তড়িঘড়ি তাঁকে আবাসনের একটি ট্যাঙ্ক থেকে জল বের করে আগুন নেভানো হয়। যদিও ততক্ষণে পুড়ে যায় শরীরের একাংশ। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে ঘটনাস্থলে আসতেই বাকিরা চম্পট দেয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে এবং ততক্ষণে আগুনও নিয়ন্ত্রণে আসে।

পঞ্জাবে রয়েছেন আইনজীবী বিক্রম সিং

পুলিশসূত্রে খবর, গত ৫ ডিসেম্বর খালসা স্কুলের সামনে জসবীর কৌর নামে এক শিক্ষিকা আত্মঘাতী হয়েছিলেন। সেই ঘটনায় প্রধান অভিযুক্ত ছিল এই খাজান সিং। তাঁর বিরুদ্ধে মামলা লড়ছিলেন বিক্রম। এদিন তাঁকেই খুন করতে এই পরিকল্পনা করে অভিযুক্ত। যদিও দিনকয়েক আগেই পঞ্জাবে পরিবার নিয়ে গিয়েছেন বিক্রম। ফলে এদিন তাঁর বাড়ি ফাঁকাই ছিল বলে জানা গিয়েছে।