আগামী বছরে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে সরকার পরিবর্তনের জন্য সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে পড়বে বিজেপি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে তাঁদের আটকাতে এবারেও মরিয়া লড়াই লড়বে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতির মধ্যে বেশ অনেকদিন ধরেই রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে বিজেপিতে যাচ্ছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও এই নিয়ে বিজেপি নেতারা সরাসরি কিছু বলছেন না ঠিকই, কিন্তু একাধিক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। তবে বৃহস্পতিবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) কর্মীসভায় যাবতীয় জল্পনার উত্তর দিলেন দলের সাধারণ সম্পাদক।

বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এদিন তিনি দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন, "আমার গলা কেটে নিলেও কাটা গলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জিন্দাবাদ বেরোবে। আমি বেইমান নই। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি নতুন দল নিয়ে আসছে। বিজেপির হাতে কলকে ও তামাক খেয়ে কিছু সংবাদমাধ্যম আর সাংবাদিক এই ধরনের বাজে খবর রটাচ্ছে।আজ আমি বলতে বাধ্য হচ্ছি, কিছু কিছু সংবাদমাধ্যম যা খবর দেখায় তার ১০০ শতাংশই মিথ্যা থাকে। এগুলি বিশ্বাস করবেন না"।

দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

বিজেপির সঙ্গে তৃণমূলের তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে এদিন কেন্দ্রীয় সংস্থাগুলির ওপর অভিযোগ তুলে অভিষেক বলেন, "সিবিআই ভয় পেয়েছে। তাই আমার নাম নিয়েছে। কিন্তু আমার নাম নিলেও আমার ঠিকানা, পরিচয় কিছুই নিতে পারেনি। আসলে বিজেপি যেমন ভাববাচ্যে কথা বলে, তেমনই ভাববাচ্যে কথা বলা শুরু করেছে সিবিআইও। ওদের কাছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স আছে। বিচারব্যবস্থার একাংশ রয়েছে। সংবাদমাধ্যম রয়েছে। লক্ষ-কোটি টাকা রয়েছে। কিন্তু আমাদের কাছে বুকের রক্ত দিয়েও দলকে আগলে রাখার মতো অসংখ্য কর্মী রয়েছে। এই ধরনের কর্মী বিজেপিও বানাতে পারবে না"।