মর্মান্তিক রাতের এক বছর। গত ৮ অগাস্টের রাতে আরজি কর হাসপাতালের (RG Kar Rape Case) সেমিনার রুমে ঘটেছিল সেই পৈশাচিক ঘটনা। সেই ঘটনা ধামাচাপা দেওয়ার মতো ঘটনা ঘটে ৯ অগাস্টের সকালে। ধর্ষণকাণ্ডের রহস্যের সমাধান এখনও হয়নি। ১ বছর পেরিয়ে গেলেও প্রকৃত দোষী এখনও গ্রেফতার হয়নি। এখনও নিহত তরুণী ন্যায়বিচার পায়নি বলে দাবি নির্যাতিতার পরিবারের। আর সেই কারণে এখনও জ্বলছে প্রতিবাদের আগুন। শুক্রবারের রাতে মহানগরের রাস্তায় বেরোলেন বহু মানুষ। সকলেরই দাবি, ‘উই ওয়ান্ট জাস্টিস’।

জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিবাদ মিছিল

শুক্রবার রাতে জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকরা মশাল নিয়ে মিছিল করেন। যোগ দেন অসংখ্য বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ। মিছিল চলে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত। এই সংগঠনের পরিচিত মুখ চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, “আমাদের এখনও মনে হয় যে এই ঘটনায় একের বেশি অভিযুক্ত রয়েছে। তাই আমাদের এখনও মনে হয় ন্যায়বিচার এখনও পায়নি ওই জুনিয়র চিকিৎসক। এমনকী ঘটনা কেন ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। তাই একবছর পরেও আমরা আবার রাস্তায় নেমেছি”।

দেখুন আন্দোলনকারীদের বক্তব্য

দেখুন নির্যাতিতার বাবার বক্তব্য

হতাশ নির্যাতিতার বাবা

এই ঘটনা নিয়ে নির্যাতিতার বাবার বক্তব্য, “আমরা কলকাতা পুলিশের তদন্তে সন্তুষ্ট ছিলাম না। সেই কারণেই কোনও স্বাধীন তদন্তকারী সংস্থার তদন্ত চেয়েছিলাম। কিন্তু সিবিআইও সঠিকভাবে তদন্ত করতে পারছে না। উল্টে তাঁরা কলকাতা পুলিশের তদন্তপ্রক্রিয়াকে সঠিক বলছে। আমরা এখনও জানি না, আমাদের মেয়ের সঙ্গে কেন এমন ঘটল”।