ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার ভোর ৫টা নাগাদ লালবাজারের পাশে ২৬ নম্বর এজরা স্ট্রিটের (Ezra Street) একটি বহুতলে অবস্থিত বৈদ্যুতিন সামগ্রীর গোডাউনে আগুন লাগে। সেখান থেকে আশেপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ২০ থেকে ২৫টি ইঞ্জিন। সবরকমের চেষ্টা করা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। এদিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। যদিও দিনের শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলেই জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা থেকে কাউন্সিলর

জানা যাচ্ছে, এদিন সকালে বৈদ্যুতিন কারখানায় আচমকাই আগুন লাগে। সেখান থেকেই আশেপাশের দোকানে আগুন লাগে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছে কমপক্ষে ১০০টির বেশি দোকান। এদিকে এদিন দমকলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ঘটনার খবর পেয়ে দমকল আধিকারিকরা দ্রুততার সঙ্গে কাজ করেননি। যার ফলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অন্যদিকে, স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠকের আভিযোগ, এই বাড়িতে আগেও আগুন লেগেছিল। কমপক্ষে ২২ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বহুতলে। তখন থেকেই দমকল, পুলিশকে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁরা কোনও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি।

কী বলছে দমকল আধিকারিকরা?

অন্যদিকে দমকল আধিকারিকরা জানিয়েছেন, এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় ও গোডাউনে দাহ্য পদার্থের পরিমাণ বেশি হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে দমকলকর্মীদের। যদিও বেলা গড়াতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সকাল পেরিয়ে বিকেল হয়ে যায়।