মহাষ্টমীর সন্ধ্য়ায় গোটা বাংলা উৎসবে মুখরিত। কলকাতা মহানগর উৎসবের আলোর মাঝে ভিড়ে গা ভাসিয়েছে। এরই মাঝে উল্টোডাঙায় ভয়াবহ আগুন। উল্টোডাঙা ক্যানাল ইস্ট রোডে এক বাড়িতে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মানিকতলার ১৩ নম্বর ওয়ার্ডে। ঘটনাস্থলে আছেন এলাকার কাউন্সিলর অনিন্দ্য রাউত।
ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছায় দমকলের ১৩টি ইঞ্জিন। আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। খালপাড়ের ওই বাড়ি থেকে সমস্ত বাসিন্দাদের বার করে আনা হয়েছে নিরাপদে। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন বলে খবর। রাত্রিকালীন রান্নার কাজের সময় সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। বাড়িতে মজুত ছিল একাধিক সিলিন্ডার সহ প্রচুর দাহ্য বস্তু। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আটকে পড়েন কয়েকজন। তাদের উদ্ধার করে দমকল কর্মী ও স্থানীয়রা।
দেখুন ভিডিয়ো
#WATCH | West Bengal: A massive fire broke out at a residential building in the Ultadanga area of Kolkata. Fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/oCy3W5aoP4
— ANI (@ANI) October 22, 2023
ঠাকুর দেখতে রাস্তায় বহু মানুষ, তারই মাঝে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে। তবে পরিস্থিতি দারুণভাবে সামলাচ্ছে পুলিশ। আগুনে ভস্মীভূত সম্পূর্ণ বাড়িটি। পুজোর দিনে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।