Accident in Behala. (Photo Credits: Twitter)

Accident in Behala: শুক্রবার সাতসকালে বেহালায় মর্মান্তিক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনাকে কেন্দ্র রণক্ষেত্র বেহালা। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জ্বলছে বেহালা। শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতা পুরসভার মাটি বোঝাই একটি লরি সজোরে এসে ধাক্কা একটি বাইকটি। বাইকটিতে ছিল বাবা ও বড়িষা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া এক শিশু। লরির ধাক্কায় দুর্ঘটনাস্থলেই প্রাণ হারায় ছেলে। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি ছেলেটির বাবা। সেই দুর্ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে আগুন জ্বলতে শুরু করে বেহালা জুড়ে। মৃতদেহ রাস্তায় ফেলে রেখে চলে বিক্ষোভ। অভিযোগ, যে লরিটি বাইকে থাকা বাবা ও ছেলেকে পিষে দেয় তার চালককে টাকা নিয়ে ছেড়ে দেয়।

বিক্ষোভের আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। অবরুদ্ধ হয়ে যায় ডায়মন্ড হারবার রোড। প্রথমে কয়েকটি সরকারী বাসে আগুন জ্বালিয়ে দেয় স্থানীয়রা। তারপর পুলিশের ভ্যান, পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভের প্রথম আধ ঘণ্টায় প্রথমে নামানো হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। তারপর উত্তেজনা থামানো নামে ব়্যাফ। কিন্তু উত্তেজিত জনতাকে লাঠিচার্জ করেও শান্ত করানো যায়নি। বরং সময় যত গড়ায় স্থানীয় মানুষ রাস্তায় এসে ভিড় জমাতে শুরু করেন। বড়িষা হাইস্কুলের ভিতর স্থানীয় মানুষরা ভিড় জমাতে শুরু করেন। পুলিশ রবার বুলেট থেকে কাঁদানে গ্যাস ছুড়েছে বলে অভিযোগ।

দেখুন ভিডিয়ো

কাজের দিনে বড় বিক্ষোভের ফলে বেহালায় যানজট। ডায়মন্ড হারবার রোড একাংশ বন্ধ করে দিতে হয়। জেমস লং রোড দিয়ে গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হয়। তাতে যানজট আরও বাড়ে।