Calcutta High Court (FILE PHOTO)

কলকাতা, ১৪ ডিসেম্বর: আগামী রবিবার, ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচন। তার আগে আজ, মঙ্গলবার আদালতে বড় ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। জানানো হল, শুধু স্পর্শকাতর বুথেই নয় শহরের ১৪৪টি ওয়ার্ডের সব বুথেই CCTV ক্যামেরার নজরদারি থাকছে। আজ কলকাতা পুরভোট নিয়ে এক মামলা কলকাতা হাইকোর্টে উঠেছিল। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠে। আবেদনকারীর আর্জি ছিল, প্রত্যেকটি বুথে বসাতে হবে সিসিটিভ ক্যামেরা। সেই সময় হাইকোর্টকে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী জানান, বর্তমানে শুধুমাত্র স্পর্শকাতর বুথগুলিতেই সিসিটিভি বসানো হয়। তবে আদালত যদি চায় সেক্ষেত্রে সব বুথগুলিতেই সিসিটিভি বসানোর পদক্ষেপ করতে পারে কমিশন। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, কলকাতা পুরভোটে সমস্ত বুথেই বসানো হবে সিসিটিভি ক্যামেরা। বুথের পাশাপাশি স্ট্রং রুমেও রাখতে হবে সিসিটিভি।

এখন কেবলমাত্র ২৫ শতাংশ বুথেই সিসিটিভ রয়েছে। আবেদনকারীর আইনজীবীর যুক্তি ছিল, ২০১৫ সালে পুরনির্বাচনে এক পুলিশ আধিকারিকের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই প্রসঙ্গ তুলেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আবেদনকারীর আইনজীবী। আরও পড়ুন: মঙ্গলবারে আরও ঠান্ডা, শীতের আগমনে খুশি বঙ্গবাসী 

দেখুন  টুইট

এদিকে, কলকাতা পুরভোটের প্রচারে অনেকটা এগিয়ে তৃণমূল। দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টার, ফেস্টুন-সবেতেই তৃণমূল প্রার্থীদের প্রচারে ছয়লাপ। তৃণমূল যে এবারও পুরবোর্ড গড়তে চলেছে তা নিয়ে সেভাবে সন্দেহ নেই। তবে শেষ অবধি শাসক দল কতগুলি ওয়ার্ডে জেতে সেটাই দেখার। আরও একটা বড় প্রশ্ন হল, বিজেপি না বাম-কারা  ছোট মহাকরণে প্রধান বিরোধী হবে। ২০১৯ লোকসভা নির্বাচন, ২০২১ বিধানসভা নির্বাচনের হিসেবে বিজেপি কলকাতা পুরসভায় বামেদের থেকে অনেকটাই এগিয়ে। তবে স্থানীয় ইস্যুতে ভোটে হওয়া, পার্টি কর্মীদের পাশে পাওয়ার হিসেব এসে পড়ায় বামেরা দু নম্বরের লড়াইয়ে আছে ভালমতই। বামেদের সঙ্গ ছেড়ে একা লড়া কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ অন্তত ৫টা ওয়ার্ডে জেতার।