সুপ্রিম কোর্টের নির্দেশে রাতারাতি চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষকের। যার মধ্যে যোগ্য, অযোগ্য সকলেই রয়েছেন। এরপরেই রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে (CM Mamata Banerjee) একাধিকবার পাশে থাকার বার্তা দিয়েছেন। বলেছেন কোনও না কোনও পথ বের করে তাঁদের চাকরি রক্ষা করবেন এবং সকলেই বেতন পাবেন। তবুও একমাসের ওপর সময় পেরিয়ে গিয়েছে, এখনও শিক্ষকরা মুথ্যমন্ত্রীর বার্তায় বিন্দুমাত্র আশ্বস্ত হতে পারেননি। সেই কারণে তাঁরা আন্দোলন অব্যাহতও রেখেছেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে চাকরিহারা শিক্ষকরা

এদিকে চাকরিহারা যোগ্য শিক্ষকরা সুপ্রিম কোর্টে যাবেন বলে পরিকল্পনা করছেন। সেই কারণে রবিবার বিজেপি সাংসদ তথা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে এলেন শিক্ষকদের প্রতিনিধি দল। সেখানে দুইপক্ষের দীর্ঘক্ষণ আলোচনা হয়। মূলত, সুপ্রিম কোর্টে আবেদন করতে কীভাবে আইনি পথে যাওয়া উচিত। সেই নিয়েই তাঁদের পরামর্শ দেন অভিজিৎ।

দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য

চাকরিহারাদের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আলোচনা

যদিও এই প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে আবেদনকারীরা আদালতে যেতেই পারেন, তাঁরা তাঁদের অনুরোধও রাখতে পারেন। মানবিক দিক থেকে যদি আদালত তাঁদের আবেদন গ্রহণ করে, তাহলে তো ভালোই। কিন্তু এই নিয়ে আমরা এখনই নিশ্চিতভাবে কিছু বলতে পারি না।