![](https://bnst1.latestly.com/uploads/images/2025/01/75-183.jpg?width=380&height=214)
খাগড়াগড়, ভূপতিনগর, দত্তপুকুরের পর কল্যাণী (Kalyani)। জনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আর এই ঘটনায় মৃত্যু হল ৪ জনের। আহত একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। জানা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ছাঁদ পর্যন্ত উড়ে যায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলায়। এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে এসেছে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। যদিও প্রথমদিকে উদ্ধারকাজে হাত লাগিয়েছিল স্থানীয়রাও। যদিও এই বাজি কারখানায় সকলের অলক্ষ্যে বিস্ফোরক তৈরির কাজ চলছিল কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
মৃত্যু হয়েছে মহিলাদের
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শুনতে পায়। অনেকেই দেখে কারখানার আশেপাশে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। তড়িঘড়ি পুলিশ ও দমকলে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে ধ্বংসস্তুপ থেকে মৃতদেহগুলি উদ্ধার করে এবং একজন মহিলাকে আহত অবস্থায় উদ্ধার করে জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করেন। যদিও আহতের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃতদের মধ্যে তিন মহিলা ও একজন পুরুষ রয়েছেন।
ঘটনার তদন্তে পুলিশ
গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই কারখানা আদৌ বৈধ ছিল কিনা এবং এখানে কী নিছকই আতসবাজি বানানোর কাজ হত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফার করা যায়নি।