ধীরে ধীরে দুষ্কূতীদের আঁতুরঘর হয়ে উঠছে মালদা (Malda)। মাঝেমধ্যেই এখানে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটছে। এবার মালদায় ঘটল বোমা হামলা। একটি ফাঁকা জমিতে ভয়াবহ বোমা বিস্ফোরণে গুরুতর জখম হল দুই নাবালক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার চাঁদমুনি ২ গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে। জানা যাচ্ছে, ঘটনাস্থলে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে তাঁরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীকালে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
ভুট্টার ক্ষেতে ঘটে বিস্ফোরণ
সূত্রের খবর, জখম দুই কিশোরের নাম মহম্মদ ইমতিয়াজ (৯), সামিম আখতার (১১)। জানা যাচ্ছে, এদিন সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি ভুট্টার ক্ষেতে খেলতে গিয়েছিল তাঁরা। তখনই বিস্ফোরণ ঘটে। যদিও কে বা কারা এই বোমা রেখে গিয়েছিল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন রতুয়া থানার পুলিশ আধিকারিকরা।
থমথমে এলাকা
স্থানীয়রা জানিয়েছেন, ওই জমিতে এলাকার বহু ছেলেমেয়ে খেলতে যায়। ফলে আরও বড় বিপদ হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এই ঘটনার পর থেকেই থমথমে রয়েছে ওই এলাকা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।