Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
34 minutes ago

Rakhi Sawant’s Mother Thanks Salman Khan: রাখির মায়ের চিকিৎসায় আর্থিক সাহায্য সলমন খানের

Videos Sarmita Bhattacharjee | Feb 27, 2021 08:27 AM IST
A+
A-

ক্যান্সারে আক্রান্ত মা, চিকিৎসার খরচ মেটাতে বিগ বস ১৪-র প্রতিযোগী হিসেবে যান রাখি সাওয়ান্ত। বিগ বস হাউজে এসে বিষয়টি প্রকাশ্যে আনেননি রাখি নিজে, ফ্যামিলি রাউন্ডে মায়ের অসুস্থতার কথা প্রকাশ্যে আসে। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য প্রোজন প্রচুর টাকার, সেই কারণেই বিগ বসের ১৪ নম্বর সিজনে হাজির হন রাখি। বিগ বস সিজন শেষ হতেই মা জয়া সাওয়ান্তের সঙ্গে দেখা করতে হাসপাতালে আসেন রাখি। হাসপাতাল থেকে আর্থিক সাহায্যের জন্য একটি ভিডিওতে সলমন খান এবং সোহেল খানকে ধন্যবাদ জানান রাখি এবং তাঁর মা জয়া সাওয়ান্ত। ছ'টি কেমোথেরাপির মধ্যে ৪টি কেমোথেরাপি ইতিমধ্যেই হয়ে গিয়েছে জয়া সাওয়ান্তের। ক্যান্সারের চিকিৎসা ছাড়াও রাখির মায়ের গলব্লাডারে স্টোন ধরা পড়েছে। য়া সাওয়ান্তের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনায় গোটা বলিউড। ১৪ লাখ প্রাইজ মানি নিয়ে বিগ বস ১৪-র ফাইনাল রাউন্ডে শো ছেড়ে বেরিয়ে যান রাখি সাওয়ান্ত।

RELATED VIDEOS