
মুম্বই, ৩ জুন: সলমন খানের (Salman Khan) নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনও গলদ না থাকে, সে বিষয়ে আগেই জানানো হয়েছে মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে। ফলে সলমন খানের বাড়ির সামনে নিরাপত্তার বহর বাড়ানো হোক কিংবা তাঁকে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে থাকা মুম্বই পুলিশের গাড়ি (Salman Khan's Security Convoy), অভিনেতাকে নিয়ে সদা ব্যস্ত বাণিজ্যনগরীর প্রশাসন। এবারও দেখা গেল সেই দৃশ্য। মুম্বইতে সলমন খান পা রাখতেই তাঁর নিরাপত্তায় পরপর ছুটতে দেখা যায় পুলিশের একাধিক গাড়িকে। সলমনের নিরাপত্তায় যাতে কোনও গলদ না থাকে, সে বিষয়ে সদা ব্যস্ত মুম্বই পুলিশ।
দেখুন সলমনের নিরাপত্তার বহর...
View this post on Instagram
একের পর এক গাড়ি বেরোতে শুরু করে...
View this post on Instagram
কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বিষ্ণোই সম্প্রদায়ের রক্ত চক্ষু বার বার দেখেছেন সলমন খান। কখনও সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালাতে দেখা যায় আবার কখনও সলমনকে একাধিকবার হুমকি দিতে দেখা যায়। সবকিছু মিলিয়ে সলমন খানের নিরাপত্তায় যাতে কখনও কোনও গলদ না থাকে, সে বিষয়ে পুলিশের তরফে একাধিক পদক্ষেপ করা হয়। ফলে এবারও সলমন খানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তাঁকে ঘিরে থাকতে দেখা যায় মুম্বই পুলিশের একটি দলকে।