
মুম্বই, ২৫ মেঃ দিন কয়েক আগেই সলমন খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা লঙ্ঘন করে দুই অনাহূত ভিতরে প্রবেশের চেষ্টা করে। তবে শেষ মুহূর্তে দুজনই ধরা পড়েছেন নিরাপত্তারক্ষীদের হাতে। এই ঘটনার পরে মুম্বই পুলিশের তরফে আরও বাড়ানো হয়েছে ভাইজান এবং তাঁর গ্যালাক্সির নিরাপত্তা। নিরাপত্তা নিয়ে এমন উদ্বেগ পরিস্থিতির মাঝেই শনিবার রাতে বলিউড সুপারস্টার তাঁর কাছের বন্ধু আয়াজ খানের রিসেপশন পার্টিতে হাজির হলেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে আসা লাগাতার প্রাণনাশের হুমকি এবং তাঁর বাসভবনে সাম্প্রতিক নিরাপত্তা লঙ্ঘনের পরেও কাছের বন্ধুর বিশেষ দিন উদযাপন থেকে পিছপা হলেন না সলমন খান (Salman Khan)।
বন্ধুর বিয়েতে সলমনঃ
শনিবার রাতে মুম্বইতে (Mumbai) আয়াজ খান এবং তাঁর কনে জেবার রিসেপশন পার্টি আয়োজত হয়েছিল। কড়া নিরাপত্তার ঘেরাটোপে অনুষ্ঠানে হাজির হন অভিনেতা। বিয়ে বাড়ির অনুষ্ঠানস্থল থেকে ভাইজানের নানা ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গাঢ় নীল শার্ট, ধূসর জ্যাকেট, ম্যাচিং ট্রাউজারে দেখা গিয়েছে তাঁকে। নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে তাঁদের পরিবারের সঙ্গে হাসি মুখে ছবিও তুলেছেন।
নবদম্পতির সঙ্গে সলমনঃ
View this post on Instagram
সাম্প্রতিক হুমকি পরিস্থিতির পর সলমনের নিরাপত্তা 'ওয়াই ক্যাটাগরি' থেকে বাড়িয়ে 'ওয়াই প্লাস ক্যাটাগরি' করা হয়েছে। মুম্বই পুলিশের (Mumbai Police) কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে এদিন বন্ধুর রিসেপশনের অনুষ্ঠানে পৌঁছন সাল্লু ভাই। এদিকে বিয়ে বাড়িতে সলমন খানকে দেখার জন্যে তখন থিকথিক করছে ভিড়। তবে মুম্বই পুলিশের 'ওয়াই প্লাস ক্যাটাগরি' নিরাপত্তা ভাইজানকে সঠিকভাবে সুরক্ষা দিয়েছে।
ভাইজানের 'ওয়াই প্লাস ক্যাটাগরি'র নিরাপত্তাঃ
View this post on Instagram
তবে সলমন খান একা নন তাঁর ভাই সোহেল খান এবং ভাইপো অর্থাৎ সোহেলের ছেলে নির্বান খানও এদিন বিয়ে বাড়ির অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন। ছাড়াও সুরজ পাঞ্চোলি, উর্বশী ধোলাকিয়া এবং রিধিমা পণ্ডিত সহ আরও বেশ কয়েকজন তারকা রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন।