Security beefed up at Salman’s Galaxy apartment (Photo Credits: Instagram)

মুম্বই, ২৩ মেঃ এক দিনের ব্যবধানে পর পর দুবার সলমন খানের (Salman Khan) বাড়ির নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত বছর থেকেই প্রাণসংশয়ে ভুগছেন ভাইজান। একের পর এক প্রাণনাশের হুমকি, গত বছর এপ্রিলে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে দুষ্কৃতিতে গুলি ছোঁড়ার ঘটনার জেরে অভিনেতা এবং তাঁর আবাসন কড়া নিরাপত্তায় মুড়ে দিয়েছিল মুম্বই পুলিশ (Mumbai Police)। সর্বক্ষণ 'ওয়াই ক্যাটেগরি' নিরাপত্তা নিয়ে ঘোরেন ভাইউজান। ব্যবহার করেন বুলেটপ্রুফ গাড়ি। গ্যালাক্সিও ঢেকে দিয়েছেন বুলেটপ্রুফ কাঁচে। সম্প্রতি নিরাপত্তার সেই কড়া বলয় ভেঙে দুই অনাহূত সলমনের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। তাঁদের মধ্যে একজন সোজা পৌঁছে গিয়েছিলেন আবাসনের লিফটের সামনে। যদিও দুজনেই ধরা পড়েন নিরাপত্তারক্ষীদের হাতে। এই ঘটনা অভিনেতা এবং তাঁর পরিবার পরিজনের নিরাপত্তা ঘিরে উদ্বেগ সৃষ্টি করেছে। সলমনের নিরাপত্তায় এবার গ্যালাক্সিতে প্রবেশের জন্যে আরও কড়া নিয়ম জারি করল মুম্বই পুলিশ।

জানা যাচ্ছে, এবার থেকে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকতে গেলে দেখাতে হবে পরিচয়পত্র। আইডি কার্ড দেখাতে পারলে তবেই গ্যালাক্সির ভিতরে যাওয়ার অনুমতি মিলবে। অন্যথায় নয়। এই নিয়মের ব্যতিক্রম নয় বলি তারকারাও। তারকাদের পরিচয়পত্র দেখিয়েই সল্লু ভাইয়ের বাড়িতে ঢুকতে হবে। অভিনেতা এবং তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেই এই নয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে মুম্বই পুলিশের দল।

নিরাপত্তায় ফাঁকি দিয়ে লুকিয়ে গ্যালাক্সিতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত ইশা ছাবড়া এবং জিতেন্দ্রকুমার সিংহ। শুক্রবার ইশাকে বান্দ্রা কোর্টে তোলা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জিতেন্দ্রকুমারের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ।