Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ মে: এবার ফের ট্রোলের মুখে সলমন খান (Salman Khan)। অভিনেতার একটি ভিডিয়ো হু হু করে ভাইরাল হতে শুরু করেছে। যেখানে সলমন খান যখন মঞ্চে ওঠেন, সেই সময় তাঁকে নাচতে দেখা যায়। দুই কন্যার কাধ ধরে নাচতে দেখা যায় সলমনকে। তবে নাচের ফাঁকেই প্রকাশিত হতে শুরু করে সলমন খানের ভুড়ি। গেঞ্জির ভিতর থেকে যখন সলমনের ভুড়ি সামনে আসতে শুরু করে, তা দেখে হাসির রোল শোনা যায়।

কেউ কেউ বলতে শুরু করেন, সলমনের ওজন অত্যন্ত বেড়ে গিয়েছে। কেউ বলেন, সলমন বোধ হয় নিজের ডায়েটিশিয়ানের কথায় আর চলেন না। ডায়েটিশিয়ান বোধ হয় পালিয়ে গিয়েছেন বলে মন্তব্য করেন অনেকে। কেউ কেউ বলতে শুরু করেন, সলমন 'ভাইজান' থেকে বর্তমানে 'দাদুজান' হয়ে গিয়েছেন।

সবকিছু মিলিয়ে সলমন খানের নাচের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়। কেউ কেউ আবার বলতে শুরু করেন, শাহরুখ খান (Shah Rukh Khan) এই কারণেই অনেকটা এগিয়ে। শাহরুখের সঙ্গে সলমনের তুলনা চলে না বলেও অনেকে মন্তব্য করেন। ফলে বলিউডের এই প্রথম সারির অভিনেতার ভিডিয়ো সামনে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে মানুষের মাঝেও শুরু হয় জোর আলোচনা।

আরও পড়ুন: Salman Khan: সলমন খানকে খুনের হুমকি দেওয়া হোয়াটসঅ্যাপ গুজরাটের গ্রাম থেকে, অভিযুক্তকে তলব ওর্লি থানায়

দেখুন সলমন খানের সেই ভিডিয়ো...

সম্প্রতি মুক্তি পায় সলমন খানের 'সিকন্দর'। যেখানে রশ্মিকা মন্দানার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সলমন খান। তবে সিকন্দরও মুখ থুবড়ে পড়েছে। 'টিউবলাইটের' মত সিকন্দরও 'ডিজ়াস্টার' বলে মন্তব্য করেন বহু মানুষ।

সিকন্দরের পর সলমনের কোন সিনেমা আবার প্রকাশ্যে আসবে, সে বিষয়ে এখনও কোনও খবর মেলেনি।