Advertisement
 
বুধবার, জানুয়ারী 07, 2026
সর্বশেষ গল্প
1 month ago

Vijay Rupani Faints On Stage: বক্তৃতার মাঝেই অচৈতন্য গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি

ভারত Sarmita Bhattacharjee | Feb 15, 2021 03:51 PM IST
A+
A-

২১ ফেব্রুয়ারি গুজরাটে পুরসভা ভোট। সেই নির্বাচন সংক্রান্ত প্রচারে গিয়ে বক্তৃতার সময় মঞ্চেই জ্ঞান হারালেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি (Vijay Rupani)। রবিবার বদোদরার নিজামপুরা এলাকায় এক জনসমাবেশ ছিল। অপ্রীতিকর ঘটনাটি সেখানেই ঘটেছে। মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তখন একথাই বলছিলেন যে, খুব শিগগির গুজরাটেও ধর্মান্তরণ বিরোধী আইন আনা হচ্ছে। রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে বার্তা দেন মুখ্যমন্ত্রী। আর তখন আচমকাই তিনি মঞ্চে লুটিয়ে পড়েন। একেবারে কাছে থাকা নিরাপত্তারক্ষী বিজয় রূপাণিকে কোনওরকমে ধরে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর জ্ঞান ফিরে এলে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, বিজয় রূপাণির শরীরে আচমকাই রক্তচাপ ও সুগারের মাত্রা কমে যাওয়াতেই এই বিপত্তি।

RELATED VIDEOS