Close
Advertisement
 
রবিবার, নভেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
15 minutes ago

Cold Wave Conditions In North, Central India: প্রবল ঠাণ্ডা থেকে তুষারপাতের সতর্কতা জারি উত্তর ভারতে

ভারত Sarmita Bhattacharjee | Dec 24, 2020 02:30 PM IST
A+
A-

ডিসেম্বরের শেষ সপ্তাহ, রাত পোহালেই বড়দিন (Christmas)। তবে উধাও হাড় কাঁপানো শীত (Winter)। চড়ছে পারদ। হঠাৎ গায়েব হাড় হিম করা ঠান্ডা। ঠান্ডা খুব কম না হলেও জমাটি নয়। তার মধ্যে আজ আরও চড়ল পারদ। বছর শেষের মুখে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। পঞ্জাব এবং উত্তর প্রদেশ, অমৃতসর, বেরিলি, দিল্লি ঢেকে গিয়েছে ঘন কুয়াশায়, দৃশ্যমানতায় কমেছে ব্যপকহারে। আবহাওয়া বিভাগ জানাচ্ছে, ২৪-৩০ ডিসেম্বরের মধ্যে উত্তর-পশ্চিম, মধ্যে ও পূর্ব ভারতের অধিকাংশ এলাকায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৬ ডিগ্রি নীচে থাকবে। জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান এবং মুজাফ্ফরবাদে ২৪ ডিসেম্বর থেকে তুষারপাতের পূর্বাভাস জারি। বছর শেষে উত্তর এবং মধ্য ভারতে ঠান্ডার তীব্রতা আরও বাড়তে পারে। ২৩ এবং ২৪ ডিসেম্বর হিমেল হাওয়ায় কাঁপবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের পশ্চিমাংশ।

RELATED VIDEOS