নতুন দিল্লি, ১ জুন: গোটা মে মাস জুড়ে গা পুড়িয়ে দেওয়া গরমে নাজেহাল দশা হল দিল্লির। চলতি বছর মে মাসে দিল্লির গড় তাপমাত্রা থাকল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। ২০১৮ সালের পর উষ্ণতম মে মাসের সাক্ষী থাকল দেশের রাজধানী শহর। ২০১৮ সালের মে মাসে দিল্লির গড় তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে এবার গরম মারাত্মক হলেও মাসের শেষ ১৫টা দিন বেশ বৃষ্টি হল দিল্লিজুড়ে। দিল্লি গড় মাসে যত বৃষ্টি হয়, চলতি বছর মে মাসে তার চেয়ে দ্বিগুণ বেশি বৃষ্টি হল। মানে এবারের মে মাসটা দিল্লিবাসীর কাছে অদ্ভূত হল। মাসের প্রথম ১৫টা দিন উষ্ণপ্রবাহ এসে রাজধানী শহরকে গরমে জ্বালিয়ে দিল। তারপরের ১৫টি দিনের মধ্যে বেশ কয়েকটা দিন, মারাত্মক বৃষ্টি, ঝড় হল। সব মিলিয়ে খামখেয়ালি আবহাওয়ায় দিল্লিবাসীর মাথায় হাত।
দেখুন টুইট
After four years, Delhi has recorded the hottest May with an intense heatwave.#Delhi #Weather #HeatWave https://t.co/wHnEgtjsav
— IndiaToday (@IndiaToday) June 1, 2022
চলতি বছর মে মাসে দিল্লি সাক্ষী থাকে সবচেয়ে উষ্ণতম দিনের। ১৫ মে দিল্লির মুঙ্গেশপুর ও নজফগড় আবহাওয়া স্টেশনে দেখা যায় তাপমাত্রা দাঁড়িয়েছে যথাক্রমে ৪৯.২ ডিগ্রি ও ৪৯.১ ডিগ্রি সেলসিয়িসা। মধ্য দিল্লিতে তাপমাত্রা ৪৬-এর কাছাকাছি চলে যায়।