Advertisement
 
শনিবার, জানুয়ারী 31, 2026
সর্বশেষ গল্প
2 months ago

AICTE On Engineering Course: অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি ছাড়াই এবার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নপূরণ

ভারত Sarmita Bhattacharjee | Mar 12, 2021 05:56 PM IST
A+
A-

এখন আর ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা পড়ার প্রয়োজন নেই। অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে এই তিন বিষয় পাঠক্রমে না থাকলেও পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিংকে উচ্চশিক্ষার জন্য বেছে নিতে পারবেন। এই ঘোষণা করল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE)। মূলত নিজেদের নীতিমালার রদবদলের মাধ্যমে অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসা পড়ুয়াদের ইঞ্জিনিারিং পড়ার সুযোগ দিতে চাইছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। নয়া নীতি মালায় অন্তত ১৪টি পাঠ্য বিষয়ের কথা উল্লেখ করেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। তালিকায় রয়েছ পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফর্মেশন টেকনোলজি, বায়োলজি, ইনফর্মেটিক্স প্র্যাকটিসেস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, এন্ত্রেপ্রেনিয়রশিপ।

RELATED VIDEOS