Apple Fined $218 Million: অ্যামাজন, অ্যাপেলকে ১৭৮৮ কোটি টাকা জরিমানা, কিন্তু কেন
Apple (Photo Credit: IANS)

স্পেনের বাজারে প্রতিযোগিতা নীতি ভাঙার দায়ে অভিযুক্ত হল দুনিয়ার দুই সেরা বহুজাতিক সংস্থা অ্যামজন ও অ্যাপেল। আর এই কারণে শাস্তি হবে স্পেনের প্রশাসন অ্যামজন ও অ্যাপেলকে মিলিতভাবে ২১৮.২ মিলিয়ন মার্কিন ডলার (১৯৪ মিলিয়ন ইউরো) জরিমানা করল। ভারতীয় মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় সাড়ে ১৭৮৮ কোটি টাকা।

কিন্তু ঠিক কী কারণে এত বড় জরিমানা? অ্যাপলের ফোন সহ কিছু প্রোডাক্ট স্পেনের অ্যামাজন ই কমার্স সাইটে বিনামূল্য দেওয়া হচ্ছিল। স্পেন সরকারের কড়া নিয়ম, একচেটিয়া কারবার রুখতে কোনও কোম্পানি একটা নির্দিষ্ট সংখ্য়ার বেশী বিনামূল্যে পণ্য বিক্রি করতে পারবে না। আরও পড়ুন-তথ্য চুরির দায়ে রোজ ৮.২০ কোটি টাকা জরিমানা ফেসবুককে

দেখুন টুইট

নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক বেশী অ্যাপেল ফোন বিনামূল্যে দেয় অ্য়ামাজন। তাই নিয়ম ভাঙার দায়ে মোটা অর্থ জরিমানা করা হল। তবে এবার অ্যামাজন ই কমার্স সাইটের মাধ্যমে রেকর্ড আই ফোন বিক্রি করেছে অ্যাপেল। শাস্তির বিরুদ্ধে স্পেনের আদালতের দ্বারস্থ হতে পারে দুই সংস্থা।