ওয়াশিংটন: জ্বলন্ত সূর্যের দিকে আমরা অনেকেই তাকিয়েছি। কিছুক্ষণ বাদেই অবশ্য সূর্যের তেজের কাছে মাথা নিচু করতে বাধ্যও হয়েছি। কিন্তু, সূর্যের হাসিমুখের ছবি (Sun Smiling face)! একথা তো কল্পনাতেই আনতে পারেনি কোনওদিন। কল্পনা না করতে পারা সেই মুহূর্তেই ছবিই ক্যামেরাবন্দী করেছে নাসা (NASA)! অন্তত তেমনটাই দাবি করা হয়েছে তাদের ওয়েবসাইট। এমনকী সেই ছবিও তারিখ এবং সময় সমেত পোস্ট করেছে তারা।
সম্প্রতি নাসার সোলার ডায়নামিকস অবজারভেটারি (NASA's Solar Dynamics Observatory) লক্ষ্য করেছে যে সূর্যের আশেপাশের পরিবেশ একটা মুখের মতো লাগছে। আর সেই মুখটা হাসছে।
নাসার তরফে ছবিটি টুইটারে পোস্ট করা হয়েছে। আর ক্যাপশনে লেখা হয়েছে, সে চিজস্ (Say cheese), আজকে নাসার সোলার ডায়নামিকস অবজারভেটারি সূর্যকে হাসতে দেখেছে। আল্ট্রাভায়োলেট লাইটে (ultraviolet light) দেখুন সূর্যে থাকা কালো দাগগুলিকে কোরোনাল হোল (coronal holes) বলে। এটাই সেই অঞ্চল যেখান থেকে সূর্যের হাওয়া মহাকাশে ছড়িয়ে পরে।
Say cheese! 📸
Today, NASA’s Solar Dynamics Observatory caught the Sun "smiling." Seen in ultraviolet light, these dark patches on the Sun are known as coronal holes and are regions where fast solar wind gushes out into space. pic.twitter.com/hVRXaN7Z31
— NASA Sun, Space & Scream 🎃 (@NASASun) October 26, 2022