Gaganyaan: 'গগনযান' মিশনের জন্য ৭ পাইলট গেলেন রাশিয়ায় প্রশিক্ষণ নিতে
মহাকাশে মানুষ পাঠানোর প্রথম ভারতীয় অভিযানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া (Russia)। 'গগনযান' প্রকল্পের (Gaganyaan) জন্য ১২ জন সম্ভাব্য মহাকাশচারীকে (astronauts) বেছে নেওয়া হয়েছ। তাঁদের মধ্যে ৭ জন পাইলটকে (pilot) রাশিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। সংবাদসংস্থা পিটিআই (PTI)জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে গগনযান প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক পিটিআইকে বলেছেন, বাছাই করা বাকিদের পাঠানো হবে। তবে প্রথম ৭ জন ফিরে আসার পরই তাঁদের পাঠানো হবে। তিনি বলেন, "প্রথম স্তরে গগনযান প্রকল্পের জন্য ১২ জনকে বেছে নেওয়া হয়েছে। এটি একটি স্ক্রিনিং প্রক্রিয়া (screening process)। এর মধ্যে ৪ জন নির্বাচিত হবেন।" তিনি আরও বলেন, "তবে গগনযানে মিশনের জন্য একজন বা দু'জনকেই নির্বাচন করা হবে।"
নতুন দিল্লি, ১৫ নভেম্বর: মহাকাশে মানুষ পাঠানোর প্রথম ভারতীয় অভিযানে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাশিয়া (Russia)। 'গগনযান' প্রকল্পের (Gaganyaan) জন্য ১২ জন সম্ভাব্য মহাকাশচারীকে (astronauts) বেছে নেওয়া হয়েছ। তাঁদের মধ্যে ৭ জন পাইলটকে (pilot) রাশিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। সংবাদসংস্থা পিটিআই (PTI)জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে গগনযান প্রকল্পের সঙ্গে যুক্ত এক আধিকারিক পিটিআইকে বলেছেন, বাছাই করা বাকিদের পাঠানো হবে। তবে প্রথম ৭ জন ফিরে আসার পরই তাঁদের পাঠানো হবে। তিনি বলেন, "প্রথম স্তরে গগনযান প্রকল্পের জন্য ১২ জনকে বেছে নেওয়া হয়েছে। এটি একটি স্ক্রিনিং প্রক্রিয়া (screening process)। এর মধ্যে ৪ জন নির্বাচিত হবেন।" তিনি আরও বলেন, "তবে গগনযানে মিশনের জন্য একজন বা দু'জনকেই নির্বাচন করা হবে।"
২০২১ সালে ভারত মহাকাশে মানুষ (manned space mission) পাঠাবে ভারত। মিশনের নাম দেওয়া হয়েছে গগনযান। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে যাত্রা শুরু করবে গগনযান। ২০১৮ সালে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) প্রথমবার মহাকাশে মানুষ পাঠাবার কথা জানান। এই প্রকল্পটির লক্ষ্য পৃথিবীর নীচের কক্ষপথে মানুষ পাঠানো এবং মহাকাশযানে একটি ক্যাপসুল থাকবে যাতে মহাকাশচারীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন এবং অন্য প্রয়োজনীয় সামগ্রী এবং সুযোগসুবিধা থাকবে। এই মিশনের জন্য মহাকাশ গবেষণা সংস্থা সংস্থা ইসরো ভারতীয় বায়ুসেনার সঙ্গে কাজ করছে। আরও পড়ুন: Chandrayaan 3: চাঁদ ছোঁয়ার চেষ্টা, আগামী বছরেই রওনা দেবে চন্দ্রযান ৩, জানাল ইসরো
সরকারি আধিকারিক জানিয়েছেন, প্রাথমিকভাবে এই মিশনের জন্য কাট-অফ বয়স ৩০ ছিল। তবে ওই বয়সের বায়ুসেনার পাইলটরা টেস্টে পাস করতে পারেননি। তাই বয়সের বার বাড়িয়ে ৪১ করা হয়েছে। তিনি জানান, ক্রু মডিউল ডিজাইন, লাইফ সাপোর্ট সিস্টেম, মহাকাশযানের স্বাস্থ্য মনিটরিং সিস্টেম এবং ফ্লাইট সাপোর্ট সিস্টেমের কাজ এখনও শেষ হয়নি। তিনি বলেন, "বিশ্বের কয়েকটি উন্নত দেশ মহাকাশে মানুষ পাঠানোর চেষ্টা করেছে। সফল না হওয়ার কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে তারা আর এগোয়নি।"
বৃহস্পতিবার বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুড়িয়া (Air Chief Marshal R K S Bhadauria) বলেন, ইসরোর (ISRO) প্রস্তাবিত হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম গগনযান মিশনের জন্য ক্রু নির্বাচনের স্ক্রিনিং প্রক্রিয়া পেশাদারভাবে করা হচ্ছে।" তিনি বলেন, "স্ক্রিনিংয়ের প্রক্রিয়া ভালোই চলছে এবং আমার ধারণা খুব পেশাদারভাবে করা হচ্ছে। এবং ক্রমেই তা বাড়ছে। ইসরোর সঙ্গে আমাদের বোঝাপড়া ভালোই হচ্ছে।" ইন্ডিয়ান সোসাইটি ফর এ্যারোস্পেস মেডিসিনের ৫৮ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখছিলেন বায়ুসেনা প্রধান। সেখানে বায়ুসেনার ভূমিকার কথা বলতে গিয়ে ভাদুড়িয়া বলেন, "ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে সমন্বয় করে গগনযানের লাইফ সাপোর্ট সিস্টেম, ক্যাপসুলের নকশার বিষয়টি নিশ্চিত করার জন্য কাজ করছে। যা আমাদের কাছে চ্যালেঞ্জ।" অধিবেশনে বক্তব্য রাখেন ডিরেক্টর-জেনারেল মেডিকেল সার্ভিসেস (এয়ার) এয়ার মার্শাল এম এস বুটোলা। তিনি বলেন, "মহাকাশচারী বাছাই, তাঁদের প্রশিক্ষণের জন্য বায়ুসেনার ক্রুদের নির্বাচন প্রক্রিয়া এবং রাশিয়ার প্রশিক্ষণের প্রথম স্তরের কাজ শেষ হয়েছে। যথাসময়ে ভালোভাবেই শেষ হয়েছে।"