নয়াদিল্লি: ভারতে (India) ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবরের মধ্যে ২ লক্ষ ৩৭ হাজার ৩৩৯টি অ্যাকাউন্ট (accounts) নিষিদ্ধ করেছে (banned) ইলন মাস্ক (Elon Musk) পরিচালিত এক্স কর্প (টুইটার) (Twitter)। এর মধ্যে বেশিরভাগের বিরুদ্ধেই শিশু যৌন শোষণ (child sexual exploitation) এবং অসম্মতিমূলক নগ্নতা (non-consensual nudity) প্রচারের জন্য। সন্ত্রাসবাদ প্রচারের (promoting terrorism) জন্য বাতিল হয়েছে ২,৭৫৫টি অ্যাকাউন্টও।
মাস্কের অধীনে যাওয়ার পর থেকে বদলে গেছে টুইটারের চলন। সম্প্রতি নতুন রূপে সেজে ওঠা অধুনা টুইটার আর বর্তমানের এক্স-এর সিইও পদে বসেছেন লিন্ডা ইয়াকারিনো। নিযুক্ত করেছেন, দেশে তার প্ল্যাটফর্মে
এক্স-এর নতুন আইটি নিয়ম, ২০২১-এর অনুযায়ী, সম্প্রতি এক্স মাসিক প্রতিবেদনে বলেছে যে একই সময়ে ভারতের ব্যবহারকারীদের কাছ থেকে তার অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার মাধ্যমে ৩,২২৯টি অভিযোগ পেয়েছে। উপরন্তু, X ৭৮টি অভিযোগ প্রক্রিয়া করেছে যা অ্যাকাউন্ট সাসপেনশনের জন্য আপিল করছিল।
আরও জানিয়েছে, পরিস্থিতির সুনির্দিষ্ট পর্যালোচনা করার পর আমরা ৪৩টি অ্যাকাউন্টের সাসপেনশন বাতিল করেছি। অবশিষ্ট রিপোর্ট করা অ্যাকাউন্টগুলি স্থগিত রয়েছে। আমরা এই প্রতিবেদনের সময়কালে অ্যাকাউন্টগুলি সম্পর্কে সাধারণ প্রশ্ন সম্পর্কিত ৫৩টি অনুরোধ পেয়েছি
ভারত থেকে বেশিরভাগ অভিযোগ ছিল ঘৃণ্য আচরণ ১,৪২৪টি, অপব্যবহার ও হয়রানি ৯১৭টি, শিশু যৌন শোষণ ৩৬৬টি, এবং সংবেদনশীল প্রাপ্তবয়স্ক সামগ্রী ২৩১। আরও পড়ুন:Tech Layoffs 2023: ফের ছাঁটাইয়ের চোখ রাঙানি, বিশ্ব জুড়ে চাকরি যাচ্ছে বহু মানুষের
X Corp banned over 2L accounts for policy violations in #India in Oct
Read: https://t.co/5bXiH1gqIU pic.twitter.com/WBcideXdzb
— IANS (@ians_india) November 15, 2023