প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের (Central Government) প্রত্যক্ষ সমর্থনের কারণে গত ৪ বছরে ভারতে (India) অনলাইনে টাকা লেনদেনের (Digital payment transactions) পরিমাণ চারগুণেরও বেশি বেড়েছে বলে সংসদে জানানো হল ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে।

বুধবার পিআইবির (PIB) পক্ষ ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের এই সংক্রান্ত বিবৃতিটি পোস্ট করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে ২০১৭-১৮ আর্থিক বর্ষে ভারতে অনলাইনে টাকা লেনদেনের পরিমাণ ছিল ২০৭১ কোটি টাকা। সেখানে ২০২১-২২ আর্থিক বর্ষে দেশে অনলাইনে লেনদেন হয়েছে মোট ৮৮৪০ কোটি টাকা। সমস্ত স্টেক হোল্ডারের চেষ্টা ও সরকারের পূর্ণ সমর্থনের কারণে অভাবনীয় এই বৃদ্ধি (significantly increased) সম্ভব হয়েছে।