অভিষেক টেস্টে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশী রান করার রেকর্ডটা গড়া হল না যশস্বী জয়সওয়ালের। ৩৮৭ বল খেলে ১৭১ রান করে আউট হলেন যশস্বী। কেরিয়ারের অভিষেক টেস্টে খেলতে নেমে যশস্বী জয়সওয়াল ১৭১ রান করায়, ভারতীয়দের মধ্যে টেস্ট অভিষেক সর্বোচ্চ রানের রেকর্ডটা শিখর ধাওয়ান (১৮৭)-এর দখলেই থাকল। এই বিষয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটা রোহিত শর্মা-র (১৭৭)। তৃতীয় স্থানে থাকলেন যশস্বী। গতকাল, বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে অপরাজিত ছিলেন যশ্বস্বী। বিরাট কোহলি অপরাজিত ছিলেন ৩৬ রানে।
তবে বিদেশের মাটিতে অভিষেক টেস্ট সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটা গতকালই গড়েছিলেন তিনি। যশস্বী ভেঙেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড (১৩১ রান)। পাশাপাশি টেস্ট অভিষেকে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ বল খেলার নজিরটা গড়েছেন মুম্বইয়ের ২১ বছরের ব্যাটার। আরও পড়ুন-ফ্লাওয়ারের বিদায়, লখনৌয়ের কোচ হচ্ছেন ল্যাঙ্গার
দেখুন টুইট
Well played, Yashasvi Jaiswal.
End of a remarkable knock, 171 runs on his Test debut, one to remember forever.
The future has started in Indian cricket. pic.twitter.com/XzTpsASoDW
— Johns. (@CricCrazyJohns) July 14, 2023
ক্যারিবিয়ান স্পিনার আলিক আথানাজের বলে আউট হলেন যশস্বী। যেভাবে তিনি খেলছিলেন মনে হচ্ছিল, অভিষেক টেস্টে ডবল সেঞ্চুরিটা নিশ্চিতভাবেই পেয়ে যাবেন। কিন্তু সামান্য মনোসংযোগের অভাবে নির্বিষ বলে আউট হলেন যশস্বী।