
RR vs PBKS: রবিবার জয়পুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিততে হলে ২২০ রান করতে হবে, এমন শর্তে ব্যাট করতে নেমে ঝড় তুললেন রাজস্থান রয়্যালসের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। যশ্বসী ও বৈভব ওপেনিং জুটিতে ২৯ বলে ৭৬ রান যোগ করেন। রাজস্থানের দুই ওপেনার দলের প্রথম ৬৭ রানের সবটাই করেন চার-ছক্কা হাঁকিয়ে, মাত্র ৪ ওভারের মধ্যে। সেই সময় যশস্বী ও বৈভব মিলিয়ে ৫টি ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারি হাঁকান। সেই ৬৭ রানের মধ্যে একটি বল ওয়াইড হওয়ায় এক রান পায় পঞ্জাব। ফলে সেই ৬৭ রানের মধ্যে দুই ব্যাটারকে একবারও দৌড়নোর প্রয়োজন হয়নি।
টি-২০-তে বিশ্বের দুই সেরা পেসার আর্শদীপ সিং ও মার্কো জেনসেন-এর বল নিয়ে কার্যত ছেলেখেলা করেন রাজস্থানের দুই প্রতিশ্রুতিমান তরুণ ওপেনার। শেষ পর্যন্ত পঞ্জাবের পেসার হরপ্রীত ব্রারের বলে আউট হয় ১৪ বছরের বৈভব (১৫ বলে ৪০) ও যশস্বী (২৫ বলে ৫০)। যশস্বী ১টি ওভার বাউন্ডারি ও ৯টি বাউন্ডারি। বৈভব সেখানে মারে ৪টি ছক্কা ও ৪টি ওভার বাউন্ডারি।
চার-ছক্কায় সব রান
No running, no mercy.
Yashasvi Jaiswal and Vaibhav Suryavanshi hammered 67 runs in four overs without running a single 🤯#IPL2025 #Cricket pic.twitter.com/Rw9I7fi6aH
— Wisden (@WisdenCricket) May 18, 2025
রবিবার বিকেলে জয়পুরে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে করল ৫ উইকেটে ২১৯ রান।