আগামী ৭ জুন থেকে ওভালে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তূল্যমূল্য এই ফাইনালে বড় ভূমিকা নিতে পারেন আম্পয়াররা। আম্পায়ারের একটা সিদ্ধান্তে বদলে যেতে পারে ম্যাচের চিত্র। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালে কারা ম্যাচ পরিচালনা করবেন তার তালিকা দিয়ে দিল আইসিসি। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে থেকে ম্যাচ পরিচালনা করবেন নিউ জিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ।
আইসিসি ট্রফির নক আউটে যিনি আম্পয়ারিং করলেই টিম ইন্ডিয়া হেরে যায় বলে রেকর্ড আছে, সেই ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো থাকছেন তৃতীয় আম্পায়ারের ভূমিকায়। সাম্প্রতিক কালে আইসিসি টুর্নামেন্টে টিম ইন্ডিয়া যতবার নক-আউট থেকে বিদায় নিয়েছে ততবার আম্পয়ার হিসেবে ছিলেন কেটেলবরো। গতবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত-নিউ জিল্যান্ড ম্য়াচে তৃতীয় আম্পয়ারের ভূমিকায় ছিলেন কেটেলবরো। আর ভারত সেই ম্যাচে হেরে রানার্স হয়। সেই ফাইনালে মাঠে আম্পয়ারের ভূমিকায় ছিলেন রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গফ। আরও পড়ুন-ফাইনালের প্রতীক্ষা, স্টেশনেই রাত কাটালেন CSK অনুরাগীরা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চতুর্থ আম্পয়ারের ভূমিকায় থাকবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন ক্যারিবিয়ান রিচি রিচার্ডসন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ম্য়াচ যারা পরিচালনা করবেন-
মাঠে থাকা দুই আম্পায়ার- ক্রিস গ্যাফানি (নিউ জিল্যান্ড), রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড)
তৃতীয় আম্পায়ার: রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড)
চতুর্থ আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচ রেফারি: রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ)