লন্ডন, ৯ জুন: একেবারে অবিশ্বাস্য পার্টনারশিপ আজিঙ্কা রাহানে-শার্দুল ঠাকুরের। ওভাল টেস্টের তৃতীয় দিনে নিশ্চিত ফলো আনের মুখে দাঁড়িয়ে সপ্তম উইকেটে ১০৯ রানের পার্টনারশিপ রাহানে-শার্দুলের। অসম্ভব চাপের মুখে দাঁড়িয়ে ৫১২ দিন পর জাতীয় দলের জার্সিতে ফিরে রাহানে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেললেন। আর আট নম্বরে নেমে ৫১ রানের অবিশ্বাস্য ব্যাটিং শার্দুলের। ওভালে টানা তিনটে টেস্টে হাফ সেঞ্চুরি করলেন শার্দুলের।
১৫২ রানে ৬ উইকেট হারিয়ে একেবারে কোণঠাসা জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ অবধি টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে করল ২৯৬ রান। ১৭৩ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামল অস্ট্রেলিয়া। রাহানে-শার্দুলের দুরন্ত পার্টনারশিপে ফলো অনের লজ্জা বাঁচলেও, হারের ভ্রকুটি কিন্তু থেকেই যাচ্ছে। আরও পড়ুন-বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ভারতীয় হিসেবে হাফ সেঞ্চুরি রাহানের
দেখুন টুইট
India 296 all-out.
What a comeback led by Thakur & Rahane, they made India in the game, from 71/4 to 296/10 - one to remember. pic.twitter.com/uiCSbVNdnM
— Johns. (@CricCrazyJohns) June 9, 2023
দিনের শুরুতেই উইকেটকিপার-ব্যাটার শ্রীকর ভরত (৫) বোল্ড হয়ে যান অজি পেসার স্কট বোল্যান্ডের বলে। এরপর অজি বোলারদের পাল্টা দেন রাহানে-শার্দুল। নিশ্চিত সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে ব্যক্তিগত ৮৯ রানে আউট হয়ে যান রাহানে। রাহানে আউট হন কামিন্সের বলে ক্যামেরন গ্রিনের অবিশ্বাস্য ক্যাচে। রাহানে আউট হওয়ার পর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কেকেআর-এর অলরাউন্ডার শার্দুল। সামি ১১ বলে ১৩ রানের ইনিংস খেলেন।