২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(World Test Championship) ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ঘোষণা করেছে যে এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) ফাইনাল লর্ডসে নয় ওভালে অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের জুনে ফাইনালটি অনুষ্ঠিত হতে চলেছে।এর আগে ২০০৪ এবং ২০১৭ সালে ওভালের মাঠে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফির ফাইনাল খেলা হয়েছিল।
ANNOUNCEMENT 📢
The venues for the #WTC23 and #WTC25 finals are now confirmed!
Details 👇https://t.co/QFjUnuIw3m
— ICC (@ICC) September 21, 2022
আইসিসি জানিয়েছে লর্ডসে অনুষ্ঠিত হবে ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটি সাউদাম্পটনে ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে খেলা হয়েছিল।সেই ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড দল। এবার আশা করা হচ্ছে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে।
The World Test Championship 2023 Final will be hosted by The Oval in June 2023 while the 2025 Final will be played at Lord's. The two venues in London will succeed Southampton, which hosted the inaugural final b/w New Zealand and India in 2021: International Cricket Council (ICC) pic.twitter.com/08zjf9UjxY
— ANI (@ANI) September 21, 2022