Jhulan Goswami

অকল্যান্ড, ১৯ মার্চ: মহিলাদের বিশ্বকাপের (ICC Women's World Cup 2022) ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতল অস্ট্রেলিয়া। অকল্যান্ডে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারল ভারত। জয়ের জন্য ২৭৮ রান তাড়া করতে নেমে, শেষ ওভারে জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হত ৮ রান। ঝুলন গোস্বামীর করা শেষ ওভারে তিন বল বাকি থাকতেই ম্যাচ বের করে নেন অজি ব্যাটার বেথ মুনি (৩০ অপরাজিত)। ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে একেবারে জয়ের দোরগড়ায় পৌঁছে আউট হয়ে যান অজি অধিনায়ক মেগ লালিং (৯৭ রান)। তার আগে অজি তারকা ওপেনার আলিসা হেলি (৬৩ বলে ৭২) ঝড়ো ইনিংস খেলে দলকে মজুবত ভিতে দাঁড় করিয়ে যান।

এই হারের ফলে সেমিফাইনালে উঠতে হলে ভারতীয় মহিলা দলকে তাদের আগামী দুটি ম্যাচে জিততেই হবে। প্রথমে ব্যাট করে ২৭৭ রান তুললেও, অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিংলাইন আপের কাছে পরাস্ত হলেন মিতালী রাজ-ঝুলন গোস্বামীরা।

দেখুন টুইট

চলতি মহিলা বিশ্বকাপে পরপর দুটি ম্যাচে হারল ভারত। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর এবার হট ফেভারিট অস্ট্রেলিয়ার কাছে হারল মিতালী রাজের দল। এর আগে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিতলেও আয়োজক দেশ নিউ জিল্যান্ডের কাছে হেরেছে ভারতীয় মহিলা দল। আরও পড়ুন: দলের নতুন জার্সি প্রকাশ করল কেকেআর শিবির, দেখুন ভিডিও  

রাউন্ড রবীন লিগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত করে ২৭৭ রান। অকল্যান্ডে অজিদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন হরমনপ্রীত কৌর (৪৭ বলে ৫৭ রান)। ভাল ব্যাটিং করেন মিতালী রাজ (৯৬ বলে ৬৮ রান), যশ্তিকা ভাটিয়া (৮৩ বলে ৫৯)। শেষের দিকে হরমনপ্রীতের সঙ্গে পূজা ভাস্ত্রাকরের (২৮ বলে ৩৪ অপরাজিত) ঝড়ো ব্যাটিংয়ে বড় রানের স্কোর গড়ে ভারতীয় মহিলা দল। তবে শেষ অবধি অজি ব্যাটারদের দুরন্ত ব্যাটিংয়ে মিতালী-হরমনপ্রীতদের দারুণ ইনিংস বৃথা গেল।

পাঁচটা ম্যাচ খেলে দুটোতে জিতে ভারত ৪ পয়েন্টে দাঁড়িয়ে থাকল। নেট রানরেটের ভিত্তিতে এখন চার নম্বরে ভারতীয় মহিলা দল। রাউন্ড রবীন লিগে ভারতীয় মহিলা দলের শেষ দুটি ম্যাচ বাংলাদেশ (মঙ্গলবার, ২২ মার্চ) ও দক্ষিণ আফ্রিকা (২৭ মার্চ)-র বিরুদ্ধে। আটটি দেশের মধ্যে পয়েন্ট তালিকায় প্রথম চারটি স্থানে থাকা দেশ সেমিফাইনালে উঠবে। অস্ট্রেলিয়া পাঁচটি খেলে পাঁচটিতেই জিতে সেমিফাইনালে উঠে গেল। চারটি খেলে চারটিতেই জিতে দক্ষিণ আফ্রিকারও (৪ ম্যাচে ৮ পয়েন্ট) সেমির টিকিট কার্যত নিশ্চিত। এবার বাকি দুটি স্থানের জন্য লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ (৫ ম্যাচে ৬ পয়েন্ট), ভারত (৫ ম্যাচে ৪ পয়েন্ট), নিউ জিল্যান্ড (৪ ম্যাচে ৪ পয়েন্ট)। আবার আগামিকাল, কিউইদের হারিয়ে দিলে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড (৪ ম্যাচে ২ পয়েন্ট)-ও সেমিফাইনালের লড়াইয়ে ঢুকে পড়বে। ফলে ভারতীয় মহিলা দলকে এখন শুধু তাদের বাকি দুটি ম্যাচ জিতলেই চলবে না, অন্য দলগুলির ফলের দিতে তাকিয়ে জিততে হবে বড় ব্যবধানে।

ভারত: ২৭৭/৭

অস্ট্রেলিয়া: ২৮০/৪

অস্ট্রেলিয়া জয়ী ৬ উইকেটে। ম্যাচের সেরা-মেগ লাননিং