Smriti Mandhana. (Photo Credits: Twitter)

টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১১ রানে হার ভারতের। স্মৃতি মন্ধনার হাফ সেঞ্চুরি, রিচা ঘোষের ভাল ব্যাটিং, রেনুকা সিংয়ের ১৫ রান দিয়ে ৫ উইকেটের দুরন্ত স্পেলের পরেও খারাপ ব্যাটিংয়ের জন্য হারল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করেছিল ৭ উইকেটে ১৫১ রান। জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মন্ধনা (৪১ বলে ৫২) ও রিচা ঘোষ (৩৪ বলে ৪৭ অপরাজিত) লড়লেও, বাকিদের ব্যর্থতায় হারতে হল ভারতকে। ওপেনার শেফালি ভর্মা (৮), পাক ম্যাচ জেতানো জেমাইমা রডগিরেজ (১৩), অধিনায়িকা হরমনপ্রীত কৌর (৪) ব্যর্থ হলেন। দীপ্তি শর্মা (৭)-ও ক্রিজে জমে বসার আগেই রান আউট হয়ে যান। তবু শেষ অবধি লড়ে যান শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। ৩৪ বলে ৪৭ রানে অপরাজিত রিচা শেষ অবধি একা হয়ে গেলেন। তাঁর সঙ্গে লড়ার মত কাউকে পাওয়া গেল না। শেষ অবধি ভারতের মেয়েরা পুরো ২০ ওভার ব্যাট করে তোলে ৫ উইকেটে ১৪০ রান।

চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম হারের ফলে সেমিফাইনালে ওঠা হয়তো অনিশ্চিত নয়, কিন্তু শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই হয়তো খেলতে হবে হরমনপ্রীত সিংয়ের দলকে। চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল ইংল্যান্ডের কাছে হারল ভারতের মেয়েরা। আরও পড়ুন-রঞ্জি ফাইনালে পিছিয়ে থাকা বাংলার ভরসা এখন শুধুই মনোজ তিওয়ারি

চাপের মুখে ৪২ বলে হাফ সেঞ্চুরি ইনিংস খেলে দলকে উদ্ধার করা ন্যাট স্কিভার ব্রান্টকে ম্যাচের সেরা ঘোষণা করা হল। প্রথমে ব্যাট করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে একেবারে চাপে পড়ে যাওয়া ইংল্যান্ড উদ্ধার পায় ব্রান্টের ব্যাটিংয়েই। শেষের দিকে ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার অ্যামি জোনসের ২৭ বলে ৪০ রানের ইনিংসটা ইংল্যান্ডকে দারুণ জায়গায় নিয়ে যায়। রেনুকা ছাড়া ভারতের বাকি বোলাররা তেমন কিছুই করতে পারেননি।

দেখুন টুইট

এদিন ভারতকে হারিয়ে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করল ইংল্যান্ড (৩ ম্যাচে ৬ পয়েন্ট)। গ্রুপের শেষ ম্যাচে দুর্বল আয়ারল্যান্ডকে হারালেই শেষ চারে উঠবে ভারত (৩ ম্যাচে ৪ পয়েন্ট)। এই গ্রুপে তৃতীয় স্থানে আছে পাকিস্তান (২ ম্যাচে ২ পয়েন্ট)। পাকিস্তানের আগামী দুটি ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (৩ ম্যাচে ২ পয়েন্ট)) ও ইংল্যান্ড। ভারত শেষ ম্যাচে আইরিশদের কাছে হারলে, আর পাকিস্তান তাদের আগামী কঠিন দুটি ম্যাচে জিতলে তবেই অঘটন ঘটতে পারে।

সোমবার হরমনপ্রীতদের গ্রুপের শেষ ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আইরিশ মেয়েরা চলতি টি-২০ বিশ্বকাপে তাদের তিনটি ম্যাচেই হেরেছে। অন্যদিকে, গ্রুপ ১-থেকে তিনটে ম্যাচে জিতে অস্ট্রেলিয়ার মহিলাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। গ্রুপ ২-থেকে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ায় কার্যত নিশ্চিত। ফলে ভারতকে সেমিফাইনালে খেলতে পারে মহিলাদের ক্রিকেটে একবারে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

গ্রুপ ২-র পয়েন্ট তালিকা

১) ইংল্যান্ড (৩ ম্যাচে ৬ পয়েন্ট), ২) ভারত (৩ ম্যাচে ৪), ৩) পাকিস্তান (২ ম্যাচে ২), ৪) ওয়েস্ট ইন্ডিজ (২ ম্যাচে ২), ৪) আয়ারল্যান্ড (৩ ম্যাচে ২)

শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড (সোমবার)।

শেষ দুটি ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (রবিবার), ইংল্যান্ড (সোমবার)।