Gabba Day Night Test: গাব্বায় গাড্ডা থেকে তোলা কামিন্সদের লড়াইয়ের পরেও ২২ রানের লিড ওয়েস্ট ইন্ডিজের
First Test wicket celebration of Kevin Sinclair. (Photo Credits: ICC/X)

জমে উঠেছে অস্ট্রেলিয়া- ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ব্রিসবেনের গাব্বায় দিন -রাতের টেস্ট। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে ৬৪ থেকে চমকপ্রদভাবে করে ৩১১ রান। সিরিজের দ্বিতীয় টেস্টে জবাবে ব্যাট করতে নেমে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। কামিন্স-স্টার্কদের দেশে আগুন ঝরানো স্পেল করছিলেন ক্যারিবিয়ান পেসার কেমার রোচ ও আলজারি জোসেফ।

তবে বিপর্যের মুখে দাঁড়িয়ে অজি ওপেনার উসমান খোয়াজা (৭৫), উইকেটকিপার-ব্যাটার আলেক্স কারি (৬৫) ও ৯ নম্বরে নেমে অধিনায়ক প্যাট কামিন্সের ৬৪ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে অস্ট্রেলিয়া শেষ অবধি ২৮৯ রান করে।

দেখুন তার প্রথম উইকেট নেওয়ার পর ক্যারিবিয়ান বোলার কেভিন সিনক্লিয়ারের উচ্ছ্বাস

দেখুন ঘটনাটির ভিডিয়ো

আলজারি জোসেফ ৪৪ রানে ৪টি, কেমার রোচ ৪৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। স্টিভ স্মিথ (৬) থেকে মার্নাস লাবুশানে (৩), ক্যামেরন গ্রিন (৮), ট্রাভিস হেড (০)-রা ব্যর্থ হন। প্রথম ইনিংসে ২২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছেন ক্যারিবিয়ান ব্যাটাররা। ব্রিসবেনের পিচে চতুর্থ ইনিংস ২৫০-র বেশী রান তাড়া করে বেশ কঠিন কাজ হবে। এখন প্রশ্ন ক্যারিবিয়ানদের অনভিজ্ঞ ব্যাটাররা কী কামিন্স, স্টার্কদের সামলে দ্বিতীয় ইনিংসে অন্তত ২০০-র বেশী রান করতে। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১২০ রানে অল আউট হয়ে যায়।

দ্বিতীয় দিনের শেষে টেস্ট যে জায়গায় তাতে মনে হচ্ছে ক্যারিবিয়ান অনভিজ্ঞ তারকাহীন দল যদি ব্যাট হাতে আর একটু লড়ে দেয়, তাহলে সাম্প্রতিক কালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনটা ঘটে যেতে পারে। যদিও ম্যাচের 'দিল্লি' এখনও বহুদূর।