চলতি বছর ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হতাশজনক পারফরম্যান্স অব্যাহত। জিম্বাবোয়ে, নেদারল্যান্ডসের কাছে হারের পর এবার সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে মাত্র ১৮১ রানে অল আউট হয়ে গেল ক্য়ারিবিয়ান দল। মাত্র ৪৩.৫ ওভারে শেষ ওভারে গুঁটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। স্কটিশদের বিরুদ্ধে একটা সময় ৮১ রানে ৬ উইকেট হারিয়ে মহালজ্জার মুখে দাঁড়িয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ।
সেখান থেকে জেসন হোল্ডার (৪৫), রোমারিও শেফার্ড (৩৬) ভাল খেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচান। ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা জনসন চার্লস শেমরাহ ব্রুকস শূন্য রানে আউট হন। অধিনায়ক সাই হোপ করেন ১৩ রান। ইনিংসের শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ান দল। দলের ৩০ রানের মধ্যেই ফিরে যান সেরা চার ব্য়াটার। এরপর অধিনায়ক হোপ ফিরতে অর্ধেক ইনিংস গুঁটিয়ে যায় ৬০ রানে।
দেখুন টুইট
A superb performance from Scotland in the field!
They need 182 to get two vital points, which will also end West Indies' hopes of playing the 2023 World Cup https://t.co/r03Gmts3pP #SCOvWI #CWC23 pic.twitter.com/eWPGFdhX8h
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 1, 2023
গ্রুপ পর্বে দুটি ম্যাচে হারায় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অনিশ্চিত ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড এদিন রান তাড়া করে জিতে গেল সরকারীভাবে বিশ্বকাপের মূলপর্ব থেকে ছিটকে যাবে দু বারের বিশ্বচ্যাম্পিয়নরা। চলতি বিশ্বকাপের বাছাই পর্বে এখনও পর্যন্ত ৫ট ম্যাচে খেলে ক্যারিবিয়ানরা কোনওরকমে জিতেছে নেপাল ও আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ভিভ রিচার্ডস, ব্রায়ান লারা, ক্রিস গেইল-দের দেশকে হারিয়েছে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস।