BAN Test Cricket (Photo Credit: Bangladesh Cricket/ X)

আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পাড়ায় কিংবা অলিগলিতে খেলার কিছু স্পষ্ট ফারাক থাকে। সর্বোচ্চ পর্যায়ের পেশাদার ক্রিকেটের সঙ্গে অপেশাদার পাড়া ক্রিকেটের বেশ কিছু ভিন্ন নিয়ম থেকেই যায়। যতই হোক পেশাদার বলে কথা। তেমনই একটা নিয়ম হল, একটা বল যখন ব্যাটার মারেন সেটা ঠিক কোন ফিল্ডার ধরতে যাবেন। একটা বলের পিছনে সবাই দৌড় দিয়ে শ্রম নষ্ট করবেন তা তো হতে পারে না। পেশাদার ক্রিকেটের 'অ আ ক খ'শেখানোর সময় শুরুর দিকে ফিল্ডিংয়ের এই পাঠ দিয়ে দেওয়া হয়। কিন্তু চট্টগ্রামে চলা বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে সে সবের কোনও বালাই থাকল না। সোমবার, টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কান ব্যাটার প্রভাত জয়সূর্যের ব্যাটের কানায় লাগা একটা বল স্লিপ পজিশন দিয়ে গলে যেতে, সেই বল ধরতে একে একে বাংলাদেশের পাঁচ ফিল্ডার দৌড়তে লাগলেন। এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

চলতি চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ১০২ রানে ৬ উইকেট হারিয়েও ম্যাচে চালকের আসনে শ্রীলঙ্কা। কারণ শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৭৩ রানের লিড রয়েছে। ফলে তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা ৪৫৫ রানে এগিয়ে, হাতে এখনও ৪ উইকেট। পিচের যা হাল তাতে নাজমুল শান্তো-সাকিব আল হাসান-রা এই বিশাল রান তুলে জিতে যাবেন, এমন আশা বাংলাদেশ ক্রিকেট দলের অতি বড় ভক্তও করছেন না।

দেখুন ভিডিয়ো

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৫৩২ রানের জবাবে সাকিব-রা মাত্র ১৭৮ রানে গুটিয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর নায়ক ২৪ বছরের লক্ষ্মীপুরের পেসার হাসান মেহমুদ। হাসান এখনও পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৪ উইকেট নিয়েছেন। খলিল আহমেদ নেন ২টি উইকেট।