Joe Root on Jack Leach Head Photo Credit: Twitter@TheRealPCB

কোভিডের সময় থেকে থুতু দিয়ে বল পালিশের ওপর চেপেছিল নিষেধাজ্ঞা। বাধ্য হয়ে হাতের ঘাম বা কপালেরঘামে করতে হচ্ছিল সেই কাজ।  কিন্তু সমস্যা সমাধানের এক মজার উপায় বের করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root)।দীর্ঘ ১৭ বছর পরে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ইংল্যান্ড (England vs Pakistan)। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে ঘটল সেই মজার ঘটনাটি ।

ক্রিকেট দুনিয়ায় টাকের জন্য বেশ পরিচিত মুখ লিচ। দেখা গেল নতুন ওভার শুরুর আগে বল হাতে সতীর্থ জ্যাক লিচের দিকে এগিয়ে যাচ্ছেন জো রুট।  মাঠের মধ্যেই লিচের (Jack Leach) টুপি খুলে নিয়ে তাঁর মাথায় বলটি বুলিয়ে নেন রুট। টাকের সমস্ত ঘাম যেন বলে লেগে যায়, সেই চেষ্টায় কোনও খামতি রাখেননি ইংরেজ ব্যাটার।সেই দৃশ্য দেখে হাসিতে ফেটে পড়েন মাঠে উপস্থিত সকলে। ভাইরাল হয়ে যায় মজার ভিডিওটি।

দেখুন সেই ভিডিও-