Watch: নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের আগে গল্প আড্ডায় দুই দেশের অধিনায়ক, বিসিসিআই শেয়ার করল ভিডিও
Shikhar Dhawan & Kane Williams Photo Credit: Twiiter@BCCI

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০( India Vs New Zealand T20 Series 2022) সিরিজ জয়ের পর আগামী ২৫ নভেম্বর,২০২২(শুক্রবার) অকল্যান্ডের ইডেন পার্কে একদিনের    ম্যাচ খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল ৭টায়। এই সিরিজটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ,   ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির প্রথম ধাপ হতে চলেছে এই সিরিজটি । ভারত এই সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে তাই এবার দেখে নেওয়ার পালা রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়রা প্রত্যাশিত ফল করতে পারে কিনা। এই সিরিজের অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। খেলা শুরুর একদিন আগে বিপক্ষ অধিনায়ক কেন উইলিয়ামসন-এর(Kane Williamson)সঙ্গে আড্ডায় মাতলেন তিনি। সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ককে হাসি মুখে দেখা গেল মাঠে। দেখুন সেই আড্ডার ছোট ভিডিও-