মুম্বাইয়ের ডাঃ ডিওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে খেলা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল সুপার ওভারে। এই ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৮ রান তাড়া করতে গিয়ে ভারতীয় দল ১৮৭ রানে পৌঁছতে সক্ষম হয়। এরপর সুপার ওভারে ভারতীয় মহিলা দল প্রথমে ব্যাট করতে নেমে ২০ রান করে। কিন্তু জয়ের জন্য ২১ রানের প্রয়োজন থাকলেও অস্ট্রেলিয়া দল মাত্র ১৬ রান তুলতে সক্ষম হয়। এরপর প্রতিযোগিতায় জয়ী হয় ভারত। এর পর ভারতীয় মহিলা দল ভারতীয় পতাকা বহন করে ডিওয়াই পাটিল স্টেডিয়ামে উপস্থিত ভক্তদের ধন্যবাদ জানায় তাদের সমর্থনের জন্য ।
দেখুন সেই ভিডিও-
A victory lap to honour the crowd who were in attendance to support the women in blue
Over 47,000 in attendance for the second T20I who witnessed a thriller here at the DY Patil Stadium 👏 👏
Keep cheering for Women in Blue 👍 👍#TeamIndia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/CtzdsyhxZu
— BCCI Women (@BCCIWomen) December 11, 2022
১১ ডিসেম্বর (রবিবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত মহিলা দল অস্ট্রেলিয়াকে সুপার ওভারে পরাজিত করার পরে স্মৃতি মন্ধনা অপেক্ষমান অপূর্ব জনতাকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সুপার ওভারে ২১ রানের মধ্যে ১৩ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান স্মৃতি মান্ধানা। ম্যাচ শেষের পর সোশ্যাল মিডিয়ায় এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
কি লিখলেন তিনি-
View this post on Instagram
WHAT. A. MATCH 💥#TeamIndia beat Australia in the Super Over 🙌
Series now tied at 1-1 👍 #INDvAUS
Scorecard 👉 https://t.co/2OlSECwnGk… pic.twitter.com/P6kyZYjgQc
— BCCI Women (@BCCIWomen) December 11, 2022