চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। কাল, মঙ্গলবার সকাল ১১টায় মুম্বইতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ভারতে আয়োজিত বিশ্বকাপের সূচি। তার আগে মোটের ওপর ঠিক হয়ে গিয়েছে, ইডেনে হবে সেমিফাইনাল। তবে সূচি এমনভাবে তৈরি করা হবে যাতে টিম ইন্ডিয়া সেমিফাইনালে উঠলে সেই ম্যাচ আয়োজিত হবে বিশ্বকাপ জয়ের মাঠ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। আগে ঠিক ছিল বিশ্বকাপের দুটি সেমিফাইনাল আয়োজিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে ও চেন্নাইয়ের চিপকে। কিন্তু নভেম্বরের মাঝে চেন্নাইতে বৃষ্টি হয়। তাই চিপকের বদলে ইডেনের শিকে ছিঁড়ছে।
বিশ্বকাপের দুটি সেমিফাইনাল হতে পারে আগামী ১৫ ও ১৬ নভেম্বর। গ্রুপ লিগে ইডেনে ভারত শুধুমাত্র একটা ম্যাচ খেলবে। ইডেনে টিম ইন্ডিয়ার গ্রুপের ম্যাচ হতে পারে ৫ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। উদ্বোধনী ও ফাইনাল ম্য়াচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আরও পড়ুন-৩৭৪ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে সুপার ওভারে হারাল ডাচরা, বিশ্বকাপে চরম অনিশ্চিত হোপরা
দেখুন টুইট
Semi-final venues for World Cup 2023: [ANI]
- Eden Gardens
- Wankhede Stadium. pic.twitter.com/ML6N8qPKjI
— Johns. (@CricCrazyJohns) June 26, 2023
এবার বিশ্বকাপে ১০টি দেশকে নিয়ে শুরুতে রাউন্ড রবীন লিগের ভিত্তিতে আয়োজিত হবে। পয়েন্টের ভিত্তিতে লিগ পর্ব থেকে প্রথম চারটি দেশ সেমিফাইনালে উঠবে। ফাইনালে ওঠার ম্যাে লিগে প্রথম স্থানে থাকা দল খেলবে চার নম্বরের বিরুদ্ধে। আর দু নম্বরে থাকা দল দ্বিতীয় সেমিফাইনাল খেলবে তিনের বিরুদ্ধে। টিম ইন্ডিয়া সেমিফাইনালে যে ম্যাচ খেলবে সেটা হবে ওয়াংখেড়েতে, অন্য সেমিফাইনালটা হবে ইডেনে।
১৯৮৭ বিশ্বকাপের ফাইনাল, ১৯৯৬ বিশ্বকাপের উদ্বোধন ও সেমিফাইনাল, ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে ২০১১ বিশ্বকাপের আগে স্টেডিয়াম প্রস্তুত না হওয়ায় একটা ম্যাচও হয়নি ইডেনে। ইডেনে শেষবার ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ হয় ১৯৯৬ সালের ১৩ মার্চ ভারত বনাম শ্রীলঙ্কা সেমিফাইনালে। দর্শকদের বিশৃঙ্খলায় ম্যাচ ভারতের ৩৪ তম ওভারে বন্ধ হয়ে গিয়েছিল। ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। ২৭ বছর ৮ মাস পর ইডেনে ফিরছে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ।