শনিবার মহিলাদের আইপিএলের নিলামে বড় চমক হলেন কর্ণাটকের মেয়ে বৃন্দা দীনেশ (Vrinda Dinesh)। ২২ বছরের মারকুটে ব্যাটার বৃন্দা-র ১০ লক্ষ টাকা থেকে একেবারে ১ কোটি ৩০ লক্ষ টাকায় নিলাম দাম উঠল। আনক্য়াপড ক্রিকেটার হিসেবে রেকর্ড ১ কোটি ৩০ লক্ষ টাকায় বৃন্দাকে কিনল ইউপি ওয়ারিয়র্স। মহিলা ক্রিরকেটারদের তারকা, মহাতারকাদেরই দর যেখানে কষ্ট করে দেড় কোটিতে ওঠে, সেই নিলামের মঞ্চেই দেশের সিনিয়র দলের হয়ে কোনও ম্যাচ না খেলা বৃন্দার জন্য অনেকটা অর্থ খরচ করল ইউপি।
গত দু বছর ধরে কর্ণাটক মহিলা দলের হয়ে ধারাবিহাকভাবে ভাল খেলছেন বৃন্দা। চলতি বছর এমার্জিং এশিয়া কাপে শুরুতে জায়গা না পেলেও পরবর্তীতে এস যশস্রী নামের এক ক্রিকেটার চোট পাওয়ায় পরিবর্ত হিসেবে তিনি জায়গা পান।
দেখুন ছবিতে
10L ➡️ 1.3 CR 💰
Vrinda Dinesh joins the UP Warriorz.#VrindaDinesh #WPLAuction #Sportskeeda pic.twitter.com/2qmGaUGMRF
— Sportskeeda (@Sportskeeda) December 9, 2023
এমার্জিং এশিয়া কাপের ফাইনালে বৃন্দা কঠিন পিচ ২৯ বলে ৩৬ রানের দারুণ একটা ইনিংস খেলেছিলেন। মহিলাদের সিনিয়র ওয়ানডে ট্রফিতে চলতি মরসুমে দারুণ খেলে ১১ ইনিংসে ৪৭৭ রান করেছিলেন বৃন্দা। কিন্তু তা বলে মাত্র ১০ লক্ষ বেস প্রাইস থেকে তিনি যে একেবারে কোটিপতি হয়ে য়াবেন তা কেউ আন্দাজ করতে পারেননি।