Virat Kohli। (Photo Credits: Getty Images)

মুম্বই, ০৪ ডিসেম্বর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) আউট নিয়ে যেন বিতর্ক থামচেই না। তবে কোহলি শূণ্য রানে আউট হওয়ায় এক ক্যালেন্ডর বর্ষে লজ্জার নজিরও গড়লেন তিনি। অধিনায়ক হিসেবে সর্বাধিক শূন্য করে স্পর্শ করলেন ধোনি, বেদি, কপিলদের। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান -

১) বিষেণ সিং বেদি: ১৯৭৬ সালে ৪ বার শূন্য রানে আউট হয়েছিলেন

২) কপিল দেব: ১৯৮৩ সালে ৪ বার শূন্য রানে আউট হয়েছিলেন

৩) মহেন্দ্র সিং ধোনি: ২০১১ সালে ৪ বার শূন্য রানে আউট হয়েছিলেন

৪) বিরাট কোহলি: ২০২১ সালে ৪ বার শূন্য রানে আউট হয়েছিলেন (এখনও বাকি দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট)

তবে মুম্বই টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে প্রাথমিক ধাক্কা সামলে কিছুটা স্বস্তির অবস্থা ভারতের।

এজাজ পাটেলের দু বলে ২ উইকেট পড়ে যাওয়ার মারাত্মক চাপে পড়ে গিয়েছিল ভারত। সেই অবস্থায় মায়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal) এবং অক্ষর পাটেলের (Axar Patel) ৬১ রানের পার্টনারশিপে কিছুটা স্বস্তিজনক অবস্থায় পৌঁছেছে ভারতকে। লাঞ্চ বিরতিতে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২৮৫ রান তুলেছে। মায়াঙ্ক আগরওয়াল ১৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩০৬ বলে ১৪৬ রান করে অপরাজিত রয়েছেন। অক্ষর প্যাটেল ৪টি বাউন্ডারির সাহায্যে ৯৮ বলে ৩২ রান করে নট-আউট রয়েছেন। ভারতের ৬টি উইকেটই নিয়েছেন আজাজ প্যাটেল। দিনের প্রথম সেশনে ভারত ২৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছে। আরও পড়ুন: ৩ টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে ভারতীয় ক্রিকেট দল; ওয়ান ডে ও টি-২০ পরে হবে

পাশাপাশি, টেস্টের দ্বিতীয় দিনে এজাজ পাটেলের বলে বোল্ড হওয়ার পরও ডিআরএস নেন অশ্বিন। ৭১.৫ ওভারে আজাজ প্যাটেল বোল্ড করেন অশ্বিনকে। তবে রবিচন্দ্রন স্টাম্পের দিকে না তাকিয়েই রিভিউয়ের আবেদন জানান। আসলে তিনি ভেবেছিলেন তাঁকে কট-বিহাইন্ড আউট দেওয়া হয়েছে। তাই বল ব্যাটে লাগেনি বলে নিশ্চিত হওয়াতেই তিনি ভুলবশত রিভিউয়ের আবেদন জানান।