অযোধ্যায় রাম মন্দিরে উদ্বোধনে আমন্ত্রণ পেলেও দেখা গেল না বিরাট কোহলি-কে (Virat Kohli)। তারই মাঝে তাঁকে নিয়ে ব্রেকিং নিউজ। আগামী বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম দুটি ম্য়াচ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি খেলতে পারবেন না বিরাট। ঠিক কী ধরনের ব্যক্তিগত কারণ তা না জানিয়ে, বোর্ডের পক্ষ থেকে মিডিয়া ও ভক্তদের কাছে অনুরোধ করা হয়েছে বিরাটকে নিয়ে কোনওরকম জল্পনায় জড়ানো খবর প্রকাশ না করতে। জোর জল্পনা, বিরাট কোহলির পরিবর্তে প্রথম দুটি টেস্টে চেতেশ্বর পূজারাকে স্কোয়াডে ফেরানো হচ্ছে। খোঁচা খাওয়া বাঘ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে শুরুতে বিরাটের না থাকাটা বড় ধাক্কার হতে চলেছে।
২৫ জানুয়ারি থেকে হায়দরাবাদ থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বিরাটকে হয়তো ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে তৃতীয় টেস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পাওয়া যাবে। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকরের পর চতুর্থ ভারতীয় হিসেবে ৯ হাজার টেস্ট রান থেকে আর মাত্র ১৫২ রান দূরে বিরাট কোহলি। আরও পড়ুন-মত্ত অবস্থায় হাসপাতালে ভর্তি ম্যাক্সওয়েল, তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া
দেখুন বোর্ডের টুইট
🚨 NEWS 🚨
Virat Kohli withdraws from first two Tests against England citing personal reasons.
Details 🔽 #TeamIndia | #INDvENGhttps://t.co/q1YfOczwWJ
— BCCI (@BCCI) January 22, 2024
৩৫ বছরের বিরাট দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ভাল ব্যাট করেছিলেন। দক্ষিণ আফ্রিকায় ২টি টেস্টে ১৭৬ রান করেন তিনি। তার মধ্যে কঠিন পিচ ও পরিস্থিতিতে ৭৬ রানের বিরাটের একটি ইনিংস সবাইকে মুগ্ধ করে। নেলসন ম্যান্ডেলার দেশে দেশের হয়ে প্রায় দেড় বছর বাদে টি টোয়েন্টি খেলেন কোহলি।