মুম্বই, ১৫ ডিসেম্বর: দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ সেরেই দেশে ফিরবেন। খেলবেন না ওয়ানডে সিরিজ। বিরাট কোহলিকে নিয়ে এমন খবরই প্রকাশিত হয় দেশের সংবাদমাধ্যমগুলিতে। অধিনায়কত্ব থেকে সরানোর পর নেলসেন ম্যান্ডেলার দেশে ওয়ানডে-তে অভিমানেই খেলবেন না বিরাট কোহলি (Virat Kohli)। এমন কথা দাবানলের মত ছড়িয়ে পড়ে দেশের ক্রীড়ামহলে। তবে আজ দুপুরে সাংবাদিক সম্মেলন ডেকে সব জল্পনা উড়িয়ে বিরাট কোহলি ঘোষণা করলেন, তিনি দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে খেলবেন। কখনই তিনি কারও কাছে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম চাননি।
এদিকে, ওয়ানডে অধিনায়ক থেকে তাঁকে সরানো প্রসঙ্গে বিরাট এদিন সাংবাদিকদের জানান, টেস্টে দল নির্বাচনের ঘণ্টা দেড়েক আগে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। প্রধান নির্বাচক আমার সঙ্গে টেস্টের দল নিয়ে আলোচনা করেন। কল শেষ হওয়ার আগে আমাকে বলা হয়, পাঁচজন নির্বাচক সিদ্ধান্ত নিয়েছেন আমি আর ওয়ানডে অধিনায়ক থাকব না। এর আগে এই বিষয়ে আমার সঙ্গে আর কোনও কথা হয়নি।"আরও পড়ুন: বিরাট-রোহিতকে নিয়ে বড় মন্তব্য করলেন মহম্মদ আজহারউদ্দিন
দেখুন টুইট
I am available for selection and was available for selection. As far as I am concerned, I am always available for selection. I am available for ODIs and I was always keen to play: Virat Kohli, to ANI, when asked if he is available for the ODI series against South Africa pic.twitter.com/ZT2FNJ1v1G
— ANI (@ANI) December 15, 2021
দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শেষে ১৯ জানুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হবে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে রোহিত শর্মা খুব সম্ভবত টেস্টের মত ওয়ানডে সিরিজেও খেলবেন না।