Virat Kohli: গোলাপী বলেও শেষ হল না প্রতীক্ষা, ২৩ রানে আউট বিরাট কোহলি
Virat Kohli (Photo Credits: IANS)

গোলাপী বলের টেস্টে তিনিই একমাত্র শতরানকারী ব্যাটসম্যান। তার ওপর আবার দিন রাতের টেস্টটা খেলা হচ্ছে তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজির শহর বেঙ্গালুরু। প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কাও তেমন বড় কেউ  নয়। আর তাই আজ, শনিবার বিরাট কোহলির সেঞ্চুরির খরা কাটা নিয়ে ভক্তদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল। কিন্তু দিনের শেষে বিরাট ভক্তদের কাছে থাকল শুধু পেন্সিল। দু বছর ধরে সেঞ্চুরির অপেক্ষায় থাকা কোহলিদের ভক্তদের আরও অপেক্ষা করতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে ব্যক্তিগত ২৩ রানে আউট হলেন কোহলি। সিরিজের প্রথম ম্যাচে মোহালিতে তাঁর কেরিয়ারের শততম টেস্টে কোহলি ৪৫ রানে বোল্ড আউট হয়েছিলেন লাসিথ এমবুলদেনিয়া-র বলে।

কোহলিকে এলবি আউট করলেন লঙ্কান স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা। প্রসঙ্গত,আন্তর্জাতিক ক্রিকেটে শেষ সেঞ্চুরিটা বিরাট পেয়েছিলেন গোলাপী বলের টেস্টে, বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে ।

৮৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে ভারত। কোহলির আগে আউট হয়েছেন মায়াঙ্ক আগরওয়াল (৪), রোহিত শর্মা (১৫), হনুমা বিহারি (৩১)। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। মাত্র ২৯ রানের মধ্যে দলের দুই ওপেনারকে হারায় ভারত। অসমান বাউন্সের জন্য টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই চিন্নাস্বামীর পিচ নিয়ে প্রশ্ন উঠছে।

দেখুন কোহলির ব্যাট করতে নামার সময় দর্শকদের উচ্ছ্বাস

চোট সারিয়ে ভারতের টেস্ট একাদশে ফিরলেন স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। বেঙ্গালুরুতে দিন রাতের গোলাপী বলের টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে একটাই পরিবর্তন- জয়ন্ত যাদবের পরিবর্তে খেলছেন অক্ষর প্যাটেল। টসে জিতে প্রথমে ব্যাট করছে ভারত।মোহালিতে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া।