আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ২৫ হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৫৪৯তম ইনিংসে এই মাইলস্টোন গড়লেন কোহলি। সচিন তেন্ডুলকর (৫৭৭)-র রেকর্ড ভেঙে সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন গড়লেন কোহলি। রবিবার ফিরোজ শাহ কোটলায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই মাইলস্টোন গড়লেন কোহলি। কোহলি ১০৬টি টেস্ট, ২৭১টি ওয়ানডে, ১১৫টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন।
টেস্টে ৮ হাজার ১৩১, ওয়ানডে ১২ হাজার ৮০৯ রান ও আন্তর্জাতিক টি-২০ ৪ হাজার ৮ রান করেছেন। তিনটি ফর্ম্যাটেই সেঞ্চুরি আছে কোহলির। আরও পড়ুন-কোটলায় সাত উইকেট নিয়ে বড় নজির জাদেজার
কোটলায় এই মাইলস্টোন গড়তে হলে কোহলিকে ৫৪ রান করতে হয়। সেখানে প্রথম ইনিংসে ব্যক্তিগত ৪৪ রানে আম্পয়ারের বিতর্কিত সিদ্ধান্তে এলবি হন কোহলি। রবিবার অজিদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১০ রান করার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান করা হয়ে যায় কোহলির। শেষ অবধি কোহলি দ্বিতীয় ইনিংসে ২০ রানে আউট হন।
দেখুন টুইট
Fastest to 25000 International runs
549 innings - VIRAT KOHLI
577 innings - Sachin Tendulkar
588 innings - Ricky Ponting
594 innings - Jacques Kallis
608 innings - K Sangakkara
701 innings - M Jayawardene#INDvAUShttps://t.co/K9A64SoiQt
— Cricketopia (@CricketopiaCom) February 19, 2023
দেখুন টুইট
Yet another milestone to Virat Kohli's name ⭐#WTC23 | #INDvAUS pic.twitter.com/XnnNZneik3
— ICC (@ICC) February 19, 2023
আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের ক্লাবের সদস্যরা
সচিন তেন্ডুলকর: ৩৪ হাজার ৩৫৭ রান
কুমার সাঙ্গাকারা: ২৮ হাজার ১৬ রান
রিকি পন্টিং: ২৭ হাজার ৪৮৩ রান
মাহেলা জয়বর্ধনে: ২৫ হাজার ৯৫৭ রান
জাক কালিস: ২৫ হাজার ৫৩৪ রান
বিরাট কোহলি: ২৫ হাজার*