মুম্বই, ৬ জুলাই: আইপিএলের পর একের পর এক সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে বিরাট কোহলি, জশপ্রীত বুমরা-দের মত সিনিয়র ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ডেও সাদা বলের সিরিজে খেলছেন না বিরাট কোহলি, জশপ্রীত বুমরা। এজবাস্টন টেস্টে খেলেই বিরাট, বুমরাদের ইংল্যান্ড সফর শেষ হয়েছে। কোহলিরা যখন ইংল্যান্ডে টেস্টে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন, আয়ারল্যান্ডে তখন হার্দিক পন্ডিয়ার নেতৃত্বে কার্যত দ্বিতীয় সারির দল খেলেছিল।
এবার শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২২ জুলাই থেকে থেকে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজে খেলবেন না কোহলি-বুমরা। এমনকী এই অধিনায়ক রোহিত শর্মা-কেও বিশ্রাম দেওয়া হতে পারে। মূলত তরুণদের নিয়েই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে ভারতীয় দল। এখানেই উঠছে প্রশ্ন। গোটা আইপিএলে খেলর সময় ভারতের তারকা ক্রিকেটাররা বিশ্রামের কথা মাথায় রাখেন না, অথচ দেশের জার্সি পরার সময়ই বিশ্রামের প্রশ্ন আসছে বারবার।
দেখুন টুইট
Virat Kohli and Jasprit Bumrah likely to be rested for the India's tour of West Indies in white ball series. (According to ANI)
— CricketMAN2 (@ImTanujSingh) July 6, 2022
চলতি বছর অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বুমরাকে সতেজ রাখতেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। অন্যদিকে, বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের আরও একটু দেখে নিতেই বিরাট কোহলিকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে বিশ্রাম দেওয়া হবে বলে খবর।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সফরের ক্রীড়াসূচি
তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের সূচি
২২ জুলাই- প্রথম ম্যাচ, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
২৪ জুলাাই- দ্বিতীয় ম্যাচ, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
২৭ জুলাই-তৃতীয় ম্যাচ, পোর্ট অফ স্পেন, ত্রিনিদাদ
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের সূচি
২৯ জুলাই-প্রথম ম্যাচ, ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ
১ অগাস্ট- দ্বিতীয় ম্যাচ , সেন্ট কিটস
২ অগাস্ট-তৃতীয় ম্যাচ , ফ্লোরিডা
৬ অগাস্ট-চতুর্থ ম্যাচ, ফ্লোরিডা
৭ অগাস্ট- পঞ্চম ম্যাচ, ফ্লোরিডা