বাড়ল অপেক্ষা। আজ, মঙ্গলবার অনেক আশা করা হলেও, ভারতের তারকা কুস্তিগীর বিনেশ ফোগাত (Vinesh Phogat) মামলার রায়দান আরও একবার পিছিয়ে গেল। এবার ক্যাসের পক্ষ থেকে বিনেশ মামলার রায়দানের সময়সীমা পিছিয়ে ১৬ অগাস্ট করা হল। শুক্রবার, ১৬ অগাস্ট প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই মামলার রায়দান হবে। বিনেশের দাবি, তাঁকে ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে যৌথ রুপোর পদকজয়ী হিসেবে ঘোষণা করতে হবে। যেহেতু ফাইনাল ওঠা অবধি প্রতিটি ম্যাচের আগেই তার ওজন নিয়ে কোনো সমস্যা ছিল না।
প্যারিস অলিম্পিকে মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠলেও মাত্র ১০০ গ্রাম ওজন বেশী হয়ে যাওয়ায় ভারতের তারকা কুস্তিগীর বিনেশ ফোগাট-কে অযোগ্য ঘোষণা করা হয়। ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন ২৯ বছরের বিনেশ। সেটা ছিল আজ থেকে ঠিক এক সপ্তাহ আগের ঘটনা। বিনেশের ইতিহাস গড়ে রুপো পদক নিশ্চিত করার খবর শুনে ঘুমিয়েছিল দেশবাসী। আর সকালে শোনা যায়, মাত্র ১০০ গ্রাম ওজন বাড়ায় তিনি কার্যত বাতিল হয়েছেন।
দেখুন খবরটি
CAS extends time limit to give verdict on Vinesh Phogat case to 6pm Paris time August 16. @sportstarweb pic.twitter.com/hUYQTvhYYZ
— jonathan selvaraj (@jon_selvaraj) August 13, 2024
ফাইনালে ওঠার পথে ভিনেশের সবচেয়ে বড় জয় ছিল প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে। প্রথম রাউন্ডে ভিনেশ হারিয়েছিলেনন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা টোকিও অলিম্পিকে সোনাজয়ী জাপানের ইউই সুসাকি-কে। যে সুসাকি আন্তর্জাতিক কুস্তিতে এর আগে কোনোদিন হারেননি। কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওকসানা লিভাচের বিরুদ্ধে ভিনেশ জেতেন ৭-৫। আর সেমিফাইনালে ৫-০ পরাস্ত করেছিলেন কিউবার ইউসনেসি গুজম্যান-কে। বিনেশ অযোগ্য ঘোষিত হওয়ায় ফাইনালে খেলেন আমেরিকার সারহা হিলডেরড্রানহাট ও উসনেসি গুজম্যান। সোনা জেতেন মার্কিন কুস্তিগীর। আর বিনেশ যাকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন, কিউবান সেই বক্সার জেতেন রুপোর পদক।