Vinesh Phogat (Photo Credit: @sagarcasm/ X)

নয়াদিল্লিঃ স্বপ্নভঙ্গ! অলিম্পিকের (Olympics) পদক হাতছাড়া হতেই কুস্তি থেকে অবসর নিলেন বিখ্যাত কুস্তিগির ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। বুধবার প্যারিস অলিম্পিক (Paris Olympics) থেকে বাদ পড়ার সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। কুস্তির কাছে হেরে গিয়েছেন এই কথা জানিয়ে কুস্তিকে চিরবিদায় জানালেন ফোগাট। আজ, বৃহস্পতিবার ভোরে অবসর ঘোষণা করেন তিনি। ২৩ বছরের কেরিয়ারে ইতি টানলেন অবশেষে। এদিন সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লেখেন, "মা, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আমাকে ক্ষমা করো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ। আর শক্তি নেই আমার। কুস্তি আমার বিরুদ্ধে জিতে গিয়েছে। ২০০১-২০২৪। কুস্তির কাছে সবসময় ঋণী হয়ে থাকব। চিরবিদায় কুস্তি।" প্রসঙ্গত, মঙ্গলবার অলিম্পিকে মেয়েদের ৫০ কেজি বিভাগে ফাইনালে ওঠেন ভিনেশ। আশা ছিল সোনা জিতবেন। সোনা জিতেই দেশে ফিরবেন, প্যারিস থেকে এমনটাই জানিয়েছিলেন নিজের মুখেই। কিন্তু সে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় গেম থেকে বাতিল করা হয় ভিনেশকে। জানা যায়, ২ কেজি ওজন বেড়ে গিয়েছিল তাঁর। ওজন কমাতে সারারাত অমানবিক পরিশ্রম করেছিলেন। যার জেরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তবে হাল ছাড়েননি। হাসপাতালের বেডে শুয়েই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর দাবিতে মামলা করেন। তবে শারীরিকভাবে সেরে উঠলেও মানসিকভাবে বোধ হয় বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। অলিম্পিক সংস্থার এই সিদ্ধান্তকে মানতে পারেননি আসলে। তাই বৃহস্পতিবার ভোরের আলো ফুটতে না ফুটতেই ২৩ বছরের কুস্তি জীবনকে চিরতরে বিদায় জানালেন ভিনেশ।

ভিনেশ ফোগাটের ট্যুইট